বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ জন

সুন্দরবন TV

বাসন্তীতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ জন


ক্যানিং|মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর এসওজি টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ২ জনকে।ধৃতদের নাম নিতীশ মন্ডল,নূর মহম্মদ মোল্লা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার নিদ্দেশখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর চুনাখালি এলাকার বাসিন্দা নিতীশ মন্ডল ও চুনাখালি গাংপাড়ার বাসিন্দা নূর মহম্মদ মোল্লা গোপনে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখে ছিল।আর এই খবর বারুইপুর এসওজি টিম গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর এসওজি ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৃত্ব পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধরে ফেলে নিতীশ মন্ডল ও নূর মহম্মদ মোল্লা কে।


ধৃতদের কাছ থেকে ১ টি ডবল ব্যারেল পাইপগান,১ টি ৭ এম এম পিস্তল সহ ম্যাগাজিন,২ টি ওয়ান সার্টার পাইপগান,১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।পুলিশ জানান গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের কাছ থেকে ১ টি ডবল ব্যারেল পাইপগান,১ টি ৭ এম এম পিস্তল সহ ম্যাগাজিন,২ টি ওয়ান সার্টার পাইপগান,১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।কি কারণে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র মজুত করে ছিল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন