যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল সুকান্ত কলেজের ছাত্র, ছাত্রীদের।

 যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মিছিল সুকান্ত কলেজের ছাত্র, ছাত্রীদের।



নুরসেলিম লস্কর, বাসন্তী : যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভে শামিল তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্রমৃত্যুর ঘটনাকে ধিক্কার জানিয়ে এবং তৃণমূল ছাত্র পরিষদের শান্তিপূর্ণ ডেপুটেশনে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের উপর এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের দুষ্কৃতীদের আক্রমণের অভিযোগ তুলে প্রতিবাদে শুরু হয়েছে সারা রাজ্যজুড়ে। আর সোমবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ ২৪পরগনার বাসন্তীর সুকান্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সুকান্ত কলেজের গেটের সামনে বিক্ষোভ শুরু করে সংগঠনের সদস্যরা। এদিন তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে চলতে থাকা র‍্যাগিংয়ের তীব্র বিরোধীতা করতে দেখা যায় সংগঠনের সদস্যদের। তারা র‍্যাগিংয়ের বিরোধীতা করে বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলও করে এদিন।    

      


আর এই প্রতিবাদ মিছিল সম্পর্কে ঐ সংগঠনের এক সদস্য বলেন, “যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আমরা এস‌এফ‌আই, ছাত্র সংগঠনকে ধিক্কার জানাচ্ছি। সেই সঙ্গে এস‌এফ‌আই ছাত্রদের নিয়ে যে নোংরা রাজনীতি করছে তার প্রতিবাদেও আমাদের এই আন্দোলন চলবে।সেই সঙ্গে স্বপ্নদ্বীপের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোরোতম শাস্তি দিতে হবে “।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন