রাজ্য জুড়ে ED, CBI এর দাপাদাপির মধ্যেই হঠাৎ সুন্দরবনে হাজির মন্ত্রী ফিহাদ হাকিম! এড়ালেন জ্যোতিপ্ৰিয় প্রসঙ্গ!

নুরসেলিম লস্কর, বাসন্তী: রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর দাপাদাপি। এতিমধ্যেই দুর্নীতির দায়ে রাজ্যের একের পর এক হেভি-ওয়েট নেতা,মন্ত্রীদের গ্রেফতারও করেছেন এই তদন্তকারী সংস্থা গুলি। আর ৪৮ ঘন্টা আগেই সেই তালিকায় নবতম সংযোজন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পর থেকেই রাজ্য রাজনীতি সর-গরম। আর এই পরিস্থিতির মধ্যে শনিবার দুপুরে সুন্দরবনে দেখা গেল রাজ্যের বর্তমান পৌর ও নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিহাদ হাকিমকে। প্রসঙ্গত, এরাজ্যের কয়েকটি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বেশ কয়েকবার ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এদিন দুপুর দেড়টা নাগাদ নাতনি কে সঙ্গে নিয়ে বাসন্তীর গদখালি থেকে লঞ্চে করে সুন্দরবন যাত্রা শুরু করেন তিনি। আর রাজ্য রাজনীতিতে এই ডামাডলের মধ্যেই হঠাৎ সুন্দরবনে রাজ্যের মন্ত্রীকে দেখে সাধারণ মানুষের মনে উঁকি দিচ্ছিলো নানান প্রশ্ন?আর এদিন সেইসব প্রশ্নের উত্তর জানতে চাইলে রাজ্যের মন্ত্রী ফিহাদ হাকিম জানান, ” আমাদের সুন্দরবনে আসার অন্য কোন কারণ নেই, নাতনির স্কুল ছুটি তাই পরিবার নিয়ে ঘুরতে এসেছি এখানে। ” আর জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে প্রশ্ন করা হলে, সে বিষয়ে কোন উত্তর দেননি তিনি। বললেন, আজ কোন রাজনৈতিক মন্তব্য করব না। আর সূত্র মারফত জানা গিয়েছে শনিবার সুন্দরবন ভ্রমণ সেরে রাত্রে গোসাবার সোনার বাংলা হোটেলে রাত্রী যাপন করবেন এবং সোমবারে আবারও কলকাতায় ফিরে যাবেন তাঁনারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন