ক্যানিংয়ে সক্রিয় মোবাইল চোর চক্র! গুরুতর অভিযোগ GRPর বিরুদ্ধে

 

নুরসেলিম লস্কর, ক্যানিং : সুন্দরবনের প্রবেশ দ্বার হলো ক্যানিং আর সেই ক্যানিং রেল স্টেশনে এবার সক্রিয় মোবাইল চোর চক্র। যে চক্রের কবলে পড়ে রোজ আট থেকে দশ জন যাত্রী খোওয়াচ্ছেন বর্তমান সময়ে অতীব গুরুত্বপূর্ণ তাদের মোবাইল ফোন গুলি। আর গোসাবা, বাসন্তী, ঝড়খালী, চুনাখালির মতো সুন্দবনের প্রত্যন্ত গ্রামগুলির হাজার হাজার মানুষ রোজ সকাল হলে রুটি রুজির জন্য ছোটে কলকাতায় দিন মজুরির কাজের জন্য আর কলকাতায় যেতে গেলে এই হাজার হাজার সাধারণ দিন মজুর মানুষ গুলির একমাত্র পথ হলো এই ক্যানিং স্টেশন। আর সেই পথ এখন কিছু অসাধু চক্রের কবলে।
আর এবিষয়ে নিত্যযাত্রীদের অভিযোগ যে, রোজ ক্যানিং স্টেশন থেকে আমাদের আট -দশ জনের মোবাইল ফোন গুলি চুরি হয়ে যাচ্ছে। কখনো কেউ হয়তো ফোন কানে দিয়ে কথা বলেছে, ঠিক সেই সময় হঠাৎ কেউ হাত থেকে ফোন টি কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তো কখনো আবার মনে করুন আপনার পকেটে ফোন টি রয়েছে কিন্তূ কিছুক্ষন পর দেখবেন পকেটে আর ফোন টি নেই। মানে, আমরা দু পয়সা ইনকাম করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে চার পয়সা ক্ষতি হয়ে যাচ্ছে।


আর নিত্যযাত্রীরা তাদের প্রিয় মোবাইল ফোন গুলি এভাবে হারিয়ে সমস্ত ক্ষোভ ক্যানিং GRP এর বিরুদ্ধে উগরে দিয়ে যে গুরুত্বর অভিযোগ গুলি করছেন তা শুনলে আপনি চমকে যেতে পারেন! যেমন ক্যানিং স্টেশন থেকে মোবাইল চুরি হয়ে যাওয়া এক যাত্রী বললেন , ” দিনের পর দিন ক্যানিং স্টেশন থেকে এই ঘটনা গুলি ঘটে চলেছে। যা এই কয়েক মাসে মাত্রা অতিরিক্ত ভাবে বেড়েছে। কারণ, এই চক্রের সাথে কিছু GRP অফিসার দের আঁতাত রয়েছে বলে আমাদের মনে ! কারণ,আমাদের মোবাইল গুলি চুরি যাওয়ার পর আমরা যখন ক্যানিং GRP তে অভিযোগ জানাতে যাচ্ছি তখন আমাদের কে বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে! এবং আমাদের কে GRP এর তরফ থেকে বলা হচ্ছে আমরা যেন আমাদের অভিযোগ পত্রে চুরি কথা না উল্লেখ করি তার বদলে হারিয়ে গিয়েছে বলে লিখি! কেন এমন বলা হচ্ছে? তার উত্তর ক্যানিং GRP র কাছে চাইলে আমাদের কে বলা হচ্ছে তাহলে আপনারা সোনারপুর GRP তে গিয়ে অভিযোগ জানান। আমাদের কাছে অভিযোগ জানাতে গেলে আমরা যে ভাবে বলবো সেভাবে লিখতে হবে”।
আর নিত্যযাত্রীদের অভিযোগ ও এই ক্ষোভের পর এখন দেখার কবে ক্যানিং স্টেশন থেকে বিদায় হয় এই চোর চক্র! নাকি নিত্যযাত্রীদের অভিযোগ মতো ক্যানিং GRP এর নাকের ডগা দিয়ে এভাবে চলতেই থাকবে এই চক্র! প্রশ্ন কিন্তূ থেকেই যাচ্ছে! কারণ,ক্যানিং স্টেশন থেকে মোবাইল খাওয়ানো যাত্রীদের তালিকা কিন্তূ দীর্ঘ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন