সুন্দরবনের সন্দেশখালীতে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তায় বাউল শিল্পী স্বপন দত্ত
নিজস্ব প্রতিনিধি | আগামী ১ জুন সপ্তম দফায় বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন হবে।আর এই ভোট দানে যাতে ভোটাররা শান্তিপূর্ণ ভাবে নিজের ভোট নিজেই দিতে পারে তারই সচেতন বার্তা নিয়ে শুক্রবার সকাল সকাল সুন্দরবনের সন্দেশখালী জেটিঘাট, ধামাখালী সহ বিভিন্ন এলাকায় বাউল গানের মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন বাউল শিল্পী স্বপন দত্ত।বসিরহাট লোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা নিয়ে গঠিত।আর এই ৭ টি বিধানসভার মধ্যে গুরুত্বপূর্ণ সন্দেশখালী বিধানসভা।এদিন বাউল শিল্পী স্বপন দত্ত তার গানের ডালি নিয়ে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন পথ চলতি এবং নদী পথে নিত্যযাত্রীদের।
এ বিষয়ে বাউল শিল্পী স্বপন দত্ত বলেন আমি পূর্ব বর্ধমান থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা এলাকায় এসেছি শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সচেতনতার বার্তা দিতে সাধারণ মানুষ জনকে।
এমনকি ২০২৪ এ লোকসভা ভোটের সচেতনতার বার্তা দিতে জেলায় জেলায় পথে ঘুরছি এবং ভোটারদের সাড়াও পাচ্ছি।সপ্তম দফায় ১ জুন এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ।তাই ভোটরা যাতে সকাল সকাল তাদের ভোট কেন্দ্র গিয়ে শান্তিপূর্ণ ভাবে নিজের ভোট নিজেই দেয় সে বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে বাউল গানের মাধ্যমে।