ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবন ও সরিষা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী


ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবন ও সরিষা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী


বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো ও বরিষ্ঠ কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই সম্মেলনটি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আয়োজিত হয়, যেখানে কর্মীদের সক্রিয়তা বৃদ্ধি ও ভবিষ্যতের রাজনৈতিক লক্ষ্য অর্জনের বার্তা দেওয়া হয়।
ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেদের তত্ত্বাবধানে রবীন্দ্র ভবন ও সরিষা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনী আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ যেমন ব্লক সভাপতি অরুময় গায়েন, যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন এবং জেলার অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিদের ফুলের তোড়া ও মুমেন্টো দিয়ে সম্মান জানানো হয়।


ব্লক সভাপতি অরুময় গায়েন তাঁর বক্তৃতায় সাম্প্রতিক আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের সফল অভিযান উল্লেখ করেন এবং বিরোধীদের উদ্দেশ্যে বলেন, তাদের অরাজকতা সৃষ্টির চেষ্টা সফল হবে না। বিধায়ক পান্নালাল হালদার কর্মীদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতের নির্বাচনে ভালো ফলাফলের জন্য প্রস্তুত থাকতে বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি ও সম্মান প্রদর্শনের মাধ্যমে দলীয় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়া হয়। দলের শীর্ষ নেতাদের নির্দেশে বরিষ্ঠ ও পুরোনো কর্মীদের মিষ্টি মুখ করিয়ে তাদের অবদানকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সংগঠনকে আরও মজবুত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজয়া সম্মেলনীতে দলীয় কর্মীদের ঐক্য ও সক্রিয়তা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলা হয়। ডায়মন্ড হারবারে এই ধরনের আয়োজন দলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাতে সহায়ক ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন