সুন্দরবনের ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে অভিনব ভাই ফোঁটা মহিলাদের

সুন্দরবনের ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে অভিনব ভাই ফোঁটা মহিলাদের



নুরসেলিম লস্কর, ক্যানিং : কার্তিক মাসের শুক্ল পক্ষের তিথিতে ভাই, দাদা দের মঙ্গল কামনায় তাদের কপালে ফোঁটা দেন বোন বা দিদিরা। কিন্তূ এদিন সুন্দরবনের প্রবেশ দ্বার ক্যানিংয়ে দেখা গেল এক অভিনব ভাই ফোঁটা! বিশ্বের বৃহতম ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। আর এদিন সেই সুন্দরবনের মাতলা নদীর চড়ের ম্যানগ্রোভ গাছেদের ফোঁটা দিয়ে অভিনব ভাবে ভাই ফোঁটা করলেন মহিলারা৷ কারণ, ম্যানগ্রোভে ফোঁটা দেওয়া হলো ক্রমাগত ম্যানগ্রোভ নিধন করে মাছের ভেড়ি তৈরী বন্ধ করতে সঙ্গে চোরা শিকারিদের হাত থেকে সুন্দরবনকে বাঁচাতে। 


প্রসঙ্গত, বিগত কয়েক বছরে আয়লা, ফণি, বুলবুল, আমফান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ের তান্ডব থেকে সুন্দরবনকে রক্ষা করেছিল এই ম্যানগ্রোভ বনভূমি। কিন্তূ বর্তমানে দিনের পর দিন ধরে ক্রমাগত ধ্বংস করা হচ্ছে সুন্দরবনের লক্ষ লক্ষ ম্যানগ্রোভ। আর এভাবেই  ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বাদাবন ও দক্ষিণ রায়ের আস্তানা। তাই এই সব অশুভ কর্মকাণ্ড থেকে সুন্দরবনকে রক্ষা করতে এদিন এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন সুন্দরবনের মহিলা ।এদিনের এই অভিনব ম্যানগ্রোভ ফোঁটা অনুষ্ঠানে সুন্দরবনের মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদার।
    আর এদিনের এই ম্যানগ্রোভ ফোঁটা সম্পর্কে ফারুক আহমেদ সরদার বলেন, "পরিবেশবিদ দের দাবি এভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস করা হলে অচিরেই বিলীন হয়ে যাবে আমাদের গর্বের সুন্দরবন! তাই সুন্দরবনের নদীবাঁধ রক্ষা করতে হলে এবং সুন্দরবন কে পৃথিবীর মানচিত্রে টিকিয়ে রাখতে গেলে ম্যানগ্রোভ নিধন অবিলম্বে বন্ধ করতে হবে সেই সঙ্গে ম্যানগ্রোভ রোপনও অত্যন্ত জরুরী। সেক্ষেত্রে আজকের গ্রামের মহিলা দের সঙ্গে ম্যানগ্রোভের এই ভাই-বোনের সম্পর্ক বন্ধন আগামীদিনে সুন্দরবন রক্ষা করার ক্ষেত্রে পথ দেখাবে বলে আমার মনে হয় "।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন