শ্যালিকার কামড়ে জখম জামাইবাবু
নিজস্ব প্রতিনিধি : ক্যানিং থানার ট্যাংরাখালি কলেজ হাট সংলগ্ন উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে শনিবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শ্যালিকার কামড়ে গুরুতর জখম হয়েছেন জামাইবাবু আমিন সেখ। বর্তমানে তিনি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার আমিন সেখের স্ত্রীর সঙ্গে তার শ্যালিকার তুমুল বচসা বাঁধে। বচসা থামাতে জামাইবাবু এগিয়ে গেলে, শ্যালিকা আচমকাই তার বাম হাতের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আমিন। তাকে দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বের কিছু পারিবারিক বিবাদ থেকেই এমন ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
এ ধরনের ঘটনা পারিবারিক সহিংসতার একটি চরম উদাহরণ। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবারের মধ্যে সমস্যা সমাধানে শান্তিপূর্ণ আলোচনা প্রয়োজন। অন্যথায়, এমন পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে পারে।