আবারও প্রশ্নের মুখে নারী সুরক্ষা! এবার পঞ্চায়েত সদস্যের সামনেই চার মহিলাকে ফেলে মার!
নুরসেলিম লস্কর, ক্যানিং : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে চার মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ভাই ও ভাইপোদের বিরুদ্ধে। এলাকারই একটি সালিশি সভায় নিয়ে গিয়ে হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের বকরাবনি গ্রামে। মারধরে আহত ওই মহিলাদের উদ্ধার করে ক্যানিং হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবার সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে এই চার বোনের সঙ্গে বিবাদ বাঁধে আজহারউদ্দিন মোল্লা, রেজ্জাক মোল্লা, হেচামুদ্দিন মোল্লা নামে তিন ভাইয়ের। সমস্যা মেটাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য রমজান মোল্লা রবিবার বিকেলে এলাকায় একটি সালিশি সভা ডেকেছিলেন।অভিযোগ, সেই সালিশি সভায় ডাকা হয় ঐ চার মহিলাকেও। আর সালিশি সভা শুরু হতেই ওই মহিলাদের সঙ্গে তাঁদের ভাই ও ভাইপোদের তর্কাতর্কি শুরু হয়ে যায়। মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এরপর পঞ্চায়েত সদস্যের সামনেই ভাই ও ভাইপোরা বেধড়ক মারধর শুরু করেন ওই চার মহিলাকে। পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ গন্ডগোল থামাতে সচেষ্ট ভূমিকা নেন পঞ্চায়েত সদস্য নিজেই। তাঁরই হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।আহতদের রবিবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি নিয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।