উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই! শীর্ষক আলোচনা সভা মন্দির বাজারে।

উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই! শীর্ষক আলোচনা সভা মন্দির বাজারে।

নিজস্ব প্রতিনিধি,মন্দির বাজার : 'মানবতার মুক্তির জন্য লড়াই' একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনা সভা ধর্মীয় শিক্ষার মাধ্যমে উগ্রবাদ মোকাবেলা করার গুরুত্ব তুলে ধরেন "হেজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন" এর প্রতিনিধিরা। এই ধরনের আলোচনা সভা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হয় সংস্থার তরফে। রবিবার মন্দির বাজারের লক্ষীকান্তপুর উৎসব ভবনে "উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিনের এই আলোচনা সভার মূল বিষয়গুলি ছিল - ধর্মের প্রকৃত শিক্ষা, উগ্রবাদের কারণ, শিক্ষার ভূমিকা, সচেতনতা বৃদ্ধি, আন্তঃধর্মীয় সংলাপ ইত্যাদি। বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে সমাজে সম্প্রীতি ও শান্তি স্থাপন করা যাবে। এই আলোচনা সভা উগ্রবাদ মোকাবেলায় ধর্মের সঠিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরবে এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে জানান উপস্থিত বিশিষ্টজনেরা। দিনের এই "উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষার বিকল্প নেই" শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কাজী আব্দুল হক, সভাপতি, হেযবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন। এবং আবুল খায়ের মল্লিক, সভাপতি, দঃ ২৪ পরগণা জেলা। সংগঠনের অন্যান্য কর্মকর্তা নজরুল ইসলাম, আলী হাদয়ার পাইক প্রমুখ। 'হেজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশন' এর আয়োজনে এই সভায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
         হেযবুত তওহীদ এর প্রধান পরিচালক হোসাইন মোহাম্মদ সেলিম বাংলাদেশ থেকে এই সভায় ভিডিও কলে ভাষণ দেন। তিনি ইসলামের নামে অপরাজনীতি ও সাম্প্রদায়িক বিদ্বেষ সম্পর্কে আলোকপাত করেন। হেজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কাজী আব্দুল হক জানান, আমরা ভারতের বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি গ্রহণ করে থাকি। মূলত এই অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে মানুষকে সচেতন করা, ধর্মের প্রকৃত শিক্ষা দেওয়া, জাতিবর্ণ নির্বিশেষে সমগ্র মানুষের কাছে মানবতার কথা মনুষ্যত্বের কথা প্রকৃত ধর্মের কথা আমরা জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন