সম্প্রীতির বার্তা নিয়ে জয়নগরে জগন্নাথ দেবের ক্যালেন্ডার ও প্রসাদ বিতরণ টিম তৃণমূল কংগ্রেসের।

সম্প্রীতির বার্তা নিয়ে জয়নগরে জগন্নাথ দেবের ক্যালেন্ডার ও প্রসাদ বিতরণ টিম তৃণমূল কংগ্রেসের।
নিজস্ব প্রতিনিধি, জয়নগর : ধর্মের উর্ধ্বে উঠে বাংলার চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দু'নম্বর ব্লকের গড়দেয়ানি অঞ্চলের মোল্লার চক বামনের চক গ্রামে। আজ সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবং ক্যালেন্ডার বিতরণ করা হল স্থানীয় হিন্দু ও মুসলিমদের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কৌশিক সরদার ও কাশীনাথ বর, অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ এবং কর্মাধ্যক্ষ সেলিম শেখ। তাঁরা এলাকার শিশু, বৃদ্ধ, মহিলা – সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে উপস্থিত মানুষদের হাতে তুলে দেন জগন্নাথ মন্দিরের ছবি সম্বলিত একটি করে ক্যালেন্ডার ও প্রসাদ।
                    এদিনের অনুষ্ঠানস্থলে পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসবমুখর। উপস্থিত সকলেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন আনন্দ-উচ্ছ্বাসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতির বার্তা এবং বাংলার মিলনসাধনার ঐতিহ্যকেই সামনে রেখে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ও শিক্ষক শাহাবুদ্দিন শেখ। তিনি বলেন, “এই বাংলা রামকৃষ্ণ, নজরুল, রবীন্দ্রনাথের বাংলা। এখানে কোনো ভেদাভেদ নেই। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে—ধর্ম নির্বিশেষে। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছেন, সম্প্রীতি ও মানবতার পথে এগিয়ে যেতে।” এই উদ্যোগের মধ্য দিয়ে ফের একবার বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের নিদর্শন স্থাপন করল তৃণমূল কংগ্রেসের জয়নগর ব্লক টিম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন