গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে হাডুডু খেলা!

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে হাডুডু খেলা!

কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং : গ্রামগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী খেলা হল  হাডুডু খেলা। আর সেই খেলা কালের পরিবর্তে আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে হাডুডু খেলা। গ্রাম গঞ্জে ভেতরে ও সেই হারিয়ে যেতে বসা হাডুডু  খেলা হয়ে গেলো দু দিন ধরে  দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বদুকুলা গ্রামে। এই হাডুডু  খেলা তে পরিচালনা করেন রেফারি ইকবাল আখন। তিনি বলেন বর্তমান প্রজন্মের থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম থেকে খেলাধুলা। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রয়োজন আছে। ও শরীরকে ঠিক রাখতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন। ছেলে-মেয়েদেরকে। উল্লেখ্য অনুষ্ঠিত হল সীমিত ৩২  দলের এই  হাডুডু খেলা।উক্ত  খেলায় সুন্দরবনের বিভিন্ন থানা এলাকা থেকে ৩২ টি  দল অংশ গ্রহণ করে।স্থানীয় বদুকুলা গ্রাম বাসীদের সহযোগিতায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। তবে এই খেলাতে ফাইনালে অংশ নেন রেজা ভার্সেস আমানুল্লাহ। তবে এই খেলাতে দর্শকের মধ্যে টানটান উত্তেজনা থাকে।শেষ পর্যন্ত  হার মানতে হয় আমানুল্লাহ কাছে রেজা কে। তবে আমানুল্লাহ বলেন দর্শকের উদ্দেশ্যে খেলাধুলার মধ্যে হারজিত আছে। আগামী দিন দর্শকের এমন খেলা। দেখিয়ে আনন্দ দিতে থাকব। এদিনের খেলায় উপস্থিত ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকসার মন্ডল, ফারুক মন্ডল, এলাকার গুরুত্বপূর্ণ বিশিষ্ট ব্যক্তিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন