বাসন্তীর হোগল নদীতে বোট দুর্ঘটনায় মৃত দুই কর্মীর পরিবারের পাশে রাজ্য সরকার, মিলল ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা !

বাসন্তীর হোগল নদীতে বোট দুর্ঘটনায় মৃত দুই কর্মীর পরিবারের পাশে রাজ্য সরকার, মিলল ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা !

নুরসেলিম লস্কর,বাসন্তী : গত ২৯ এপ্রিল বাসন্তীর হোগল নদীতে একটি টুরিস্ট বোট ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হয়। সেই মর্মান্তিক দুর্ঘটনায় বোটে থাকা দুই কর্মী বৃন্দাবন হালদার ও জয়ন্ত সরদার নদীতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ ছয় থেকে সাত দিনের নিরলস প্রচেষ্টায় বাসন্তী ব্লক প্রশাসন, রাজ্য পরিবহন দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম নিখোঁজ ঐ দুই বোট কর্মীর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।

         আর এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐ দুই শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। সেইমত গতকাল বাসন্তী ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে দুই মৃত বোট কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা করে প্রদান করা হয়। আর এদিনের এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং সাব ডিভিশনের ডিএমডিসি মহাদুতি অধিকারী, বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রিয়াঙ্কা মন্ডল, সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার গাজী, বাসন্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান পারুল মন্ডল সহ বাসন্তী ৫০ সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নুর এলাহী গাজী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। আর রাজ্য সরকারের তরফে এদিনের এই মানবিক উদ্যোগের মাধ্যমে এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখ লাঘবে সামান্য হলেও উপশম এনে দেবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিবৃন্দরা।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন