তৃণমূলের ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি ও ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা জয়নগরে।
নিজেস্ব প্রতিনিধি, জয়নগর : মঙ্গলবার জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে অনুষ্ঠিত হয়ে গেল তৃণমূল কংগ্রেসের 'চলো গ্রামে যাই' কর্মসূচি ও শহীদ দিবস (২১ জুলাই) উপলক্ষে এক প্রস্তুতি সভা। এই সভার আয়োজন করে জয়নগর বিধানসভার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, তৃণমূল জয় হিন্দ বাহিনীর জেলার সহ-সভাপতি রাজু লস্কর, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শামীম আহমেদ ঢালী, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, বিশিষ্ট শিক্ষক শাহাবুদ্দিন শেখ, প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি মোনাজাত আলী খান, জয়নগর-মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, শিক্ষা কর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিধায়ক বিশ্বনাথ দাসের উদ্যোগে "চলো গ্রামে যাই" কর্মসূচির সূচনা করা হয় এদিন। আগামী তিন মাস ধরে এই কর্মসূচির মাধ্যমে জয়নগর বিধানসভার অন্তর্গত ১২টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী উন্নয়ন প্রকল্প—যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী—প্রচার করা হবে এবং সাধারণ মানুষের কাছে এই প্রকল্পগুলোর সুফল তুলে ধরা হবে।একইসঙ্গে এই সভায় আসন্ন ২১ জুলাই শহীদ দিবস পালন সংক্রান্ত বিস্তারিত আলোচনাও হয়। আর এদিনের এই সভা সম্পর্কে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,“মা-মাটি-মানুষের সরকারের সাফল্য আজ শুধু রাজ্য নয়, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন মডেল আজ উদাহরণ। আগামী বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাই হবে একপ্রকার সেমিফাইনাল, যার রেশ ধরে ২০২৬ সালে চতুর্থবার সরকার গড়বে তৃণমূল।”
সভায় প্রতিটি অঞ্চলে "চলো গ্রামে যাই" কর্মসূচি বাস্তবায়নের জন্য যুব কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ছাত্র, যুব ও মহিলা তৃণমূল কর্মী, যাঁরা একুশে জুলাই এবং চলো গ্রামে যাই কর্মসূচিকে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে মাঠে নামার অঙ্গীকার করেন তারা।