বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের ! আয়কর দপ্তরের চিঠি ৭৬ হাজার বাসিন্দার ঘরে পৌঁছে দেবেন তিনি ।

বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের ! আয়কর দপ্তরের চিঠি ৭৬ হাজার বাসিন্দার ঘরে পৌঁছে দেবেন তিনি ।

           নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার : ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বার্ধক্যভাতা নিয়ে রাজনীতি তুঙ্গে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পের আওতায় এলাকার প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বহুদিন ধরেই। কিন্তু এই মানবিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে সাম্প্রতি আয়কর দপ্তর থেকে দু’টি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলে মঙ্গলবার সাতগাছিয়ার একটি অনুষ্ঠানে চিঠি দুটি জনসমক্ষে আনলেন অভিষেক। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গরিব মানুষের মুখে হাসি ফুটুক—বিজেপি সেটা চায় না। তাই মানুষের মধ্যে ভয় তৈরির জন্য এই চিঠি পাঠানো হয়েছে।” এরপর তিনি ঘোষণা করেন, “এই চিঠিগুলি আমি ডায়মন্ডহারবারের ৭৬ হাজার বাসিন্দার কাছে পাঠাব। সবাইকে জানাব, কিভাবে বিজেপি উন্নয়নকে আটকে দিতে বারবার চেষ্টা করছে।” এদিন তিনি আরও জানান, চলতি বছরে ৭৫ দিনব্যাপী যে ‘সেবাশ্রয়’ কর্মসূচি চালু হয়েছিল, তার সফলতা দেখে এবার বছরের শেষ দিকে আরও বৃহৎ পরিসরে সেই কর্মসূচি পুনরায় চালু করা হবে।

                    পাশাপাশি, ডায়মন্ডহারবারের উন্নয়নমূলক কাজ নিয়ে যেভাবে ‘নিঃশব্দ বিপ্লব’ বইটি প্রকাশ করা হয়েছে, সেটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ কর্মসূচির পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান সাংসদ। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ঘিরে এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এবার দেখার, বার্ধক্যভাতা ও উন্নয়ন ইস্যুতে তার এই পদক্ষেপ আগামী দিনে কতটা প্রভাব ফেলতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন