দীঘার রথযাত্রার লাইভ স্ক্রিনিং ক্যানিংয়ে, উদ্দীপনায় মেতে উঠল সুন্দরবনের প্রবেশদ্বার।

দীঘার রথযাত্রার লাইভ স্ক্রিনিং ক্যানিংয়ে, উদ্দীপনায় মেতে উঠল সুন্দরবনের প্রবেশদ্বার।

নুসেলিম লস্কর, ক্যানিং : দীঘার রথযাত্রার পবিত্র উৎসব এবার পৌঁছে গেল সুন্দরবনের দুয়ারেও। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের উদ্যোগে শুক্রবার সকাল থেকে ক্যানিংয়ে শুরু হয় রথযাত্রার লাইভ স্ক্রিনিং। বিধায়ক কার্যালয়ের সামনে বসানো হয় বড় স্ক্রিন, আর সেখানেই সরাসরি সম্প্রচার হয় দিঘার ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান। সকাল থেকেই ক্যানিং বাজার চত্বর জুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় মানুষজন, ছোট-বড় সকলেই ভিড় করেন এই লাইভ স্ক্রিনিং দেখতে। কেউ পাঁপড়-চানাচুর খেতে খেতে উপভোগ করছেন রথযাত্রা, কেউ আবার ছোট ছোট শিশুদের নিয়ে এসেছেন পুণ্যের এই মাহেন্দ্রক্ষণ চোখে দেখাতে। বিধায়ক পরেশ রাম দাস জানান, "সবাই তো দিঘা যেতে পারে না। তাই ভেবেছিলাম, মানুষ যেন এখান থেকেই রথের মাহাত্ম্য অনুভব করতে পারেন। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এই উৎসব বাঙালির আবেগ ও ঐতিহ্যের অংশ।"
           এই আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। এক স্থানীয় বাসিন্দা বলেন,
"প্রথমবার ক্যানিংয়ে এরকম আয়োজন দেখলাম। খুব ভালো লাগছে। ছোটদের জন্য শেখার মতোও বিষয়।" উল্লেখ্য, দীঘার রথযাত্রা এখন রাজ্যের অন্যতম জনপ্রিয় ধর্মীয় ও পর্যটন উৎসবে পরিণত হয়েছে। আর সেই উৎসবের ছোঁয়া এবার সুন্দরবনের প্রান্তিক জনপদেও পৌঁছে দেওয়ার প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় বলে মনে করছেন সকলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন