বৃষ্টি ভেজা বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা! মুখোমুখি লরি ও বোলেরো ম্যাক্সের সংঘর্ষ, গুরুতর আহত চালক ।

বৃষ্টি ভেজা বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনা! মুখোমুখি লরি ও বোলেরো ম্যাক্সের সংঘর্ষ, গুরুতর আহত চালক ।
নুরসেলিম লস্কর, বাসন্তী: শনিবার  সকালে প্রবল বৃষ্টির জেরে বাসন্তী হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়গোপালপুরের নতুনহাট বাজার সংলগ্ন ভরতগড় ব্যাপটিস্ট চার্চের সামনে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে একটি লরি (নাম্বার: WB51C9096) ও একটি বোলেরো ম্যাক্স গাড়ির (নাম্বার: WB19L3983) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই দুর্ঘটনার ফলে আমতলার বাসিন্দা বোলেরো ম্যাক্সের চালক শংকর সরদার (৩২) গুরুতরভাবে আহত হন।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐ বোলেরো ম্যাক্সের চালক শংকর সরদারের বুকে ও পায়ে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ঐ আহত চালক। আর সাত সকালে বাসন্তী হাইওয়ের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করেন তারা । এবিষয়ে পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, প্রবল বর্ষার জেরে রাস্তায় পিচ্ছিলভাব এবং দৃশ্যমানতার অভাব থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। আর এ ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন