বাসন্তীতে “ধর্মতলা চলো” কর্মসূচির প্রস্তুতি সভা, উপস্থিত বিধায়ক ও জেলা নেতৃত্ব।
নুরসেলিম লস্কর, বাসন্তী: ২১ শে জুলাই “শহীদ দিবস” উপলক্ষে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিতব্য তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশকে সামনে রেখে রবিবার বাসন্তীতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে চৌমাথার কমিউনিটি হলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকের অন্তর্গত সমস্ত অঞ্চল থেকে অঞ্চল সভাপতি, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, যুব ও মহিলা সংগঠনের নেতারা।উল্লেখযোগ্যভাবে সভায় উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রী, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভানেত্রী প্রিয়াঙ্কা মন্ডল, সহসভাপতি আতিয়ার রহমান মোল্যা, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল মান্নান গাজী (মন্টু গাজী), এবং জেলা পরিষদের সদস্য-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, “২১শে জুলাই শহীদ দিবস কেবল স্মরণ নয়, এটি গণতন্ত্র রক্ষার লড়াইয়ের প্রতীক। তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী-সমর্থক শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ও দলের বার্তা পৌঁছে দিতে ধর্মতলায় উপস্থিত থাকবেন।” সভা থেকে প্রতিটি অঞ্চল, বুথ স্তর থেকে কর্মী নিয়ে ধর্মতলা সমাবেশে অংশগ্রহণের জন্য বিশেষ আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়–এর নেতৃত্বকে আরও শক্তিশালী করার পথে ঐক্যবদ্ধভাবে হাঁটতে হবে।বক্তৃতার মাঝে বারবার উঠে আসে একটাই স্লোগান – “২১ জুলাই ধর্মতলা চলো, শহীদদের শ্রদ্ধা জানাও, গণতন্ত্র বাঁচাও।” সভা শেষে তৃণমূল কংগ্রেসের নেতারা জানান, এবারের শহীদ দিবস হবে ঐতিহাসিক, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকেরা যোগ দেবেন ধর্মতলার সভায়।