বারুইপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে উপচে পড়া ভিড়, শতাধিক মানুষ পেলেন চশমা ও অপারেশনের সুযোগ ।

বারুইপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে উপচে পড়া ভিড়, শতাধিক মানুষ পেলেন চশমা ও অপারেশনের সুযোগ ।

বিশ্বজিৎ নস্কর, বারুইপুর : "সুন্দর এই পৃথিবীতে চোখ ছাড়া অন্ধকার”—এই বার্তাকে সামনে রেখে আজ বারুইপুরের সীতাকুণ্ড হরিরাজ চাটারপার এলাকায় অনুষ্ঠিত হলো এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন সমাজকল্যাণমূলক সংস্থা এডুকেশনাল অ্যান্ড লাইভলিহুড সোসাইটি-র উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতোই। এদিনের শিবিরে ঐ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, যাঁরা চোখের নানা সমস্যার চিকিৎসা ও সমাধানের দিশা দেখান। স্থানীয় মহিলা-পুরুষ নির্বিশেষে বহু মানুষ চোখের সমস্যায় ভুগছিলেন এবং এই ক্যাম্পের মাধ্যমে তাঁরা একটি সুযোগের মুখোমুখি হন। যাঁদের চশমা দরকার, তাঁদেরকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এদিন। সেই সঙ্গে এই ক্যাম্পের বিশেষ উল্লেখযোগ্য বিষয় ছিল, যাঁদের চোখের অপারেশনের প্রয়োজন, তাঁদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা । লাইভলিহুড সোসাইটির সহযোগিতায় আগামী দিনে কলকাতার স্বনামধন্য চক্ষু পরীক্ষা হাসপাতাল শংকর নেত্রালয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করানো হবে। গাড়ি, যাতায়াত ও অন্যান্য সহযোগিতার ব্যবস্থাও থাকবে সংগঠনের পক্ষ থেকে।
      আর এদিনের এই উদ্যোগে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে  এবং চক্ষু চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল । স্থানীয় বাসিন্দারাও এই মহৎ কর্মসূচির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আর এডুকেশনাল অ্যান্ড লাইভলিহুড সোসাইটি পক্ষ থেকে  সংস্থার সভাপতি আবু তাহের জানান, "এধরনের স্বাস্থ্য সচেতনতা মূলক শিবির আগামীতেও আরও বড় পরিসরে করার ইচ্ছা আমাদের রয়েছে। আজকে যেমন প্রায় কয়েক শো মানুষের কাছে আমরা পৌঁছাতে পেরেছি ঠিক তেমনি ভাবে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে অধিক মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা আমাদের সংস্থার জারি থাকবে। "



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন