ভাঙ্গড়ে শহীদ দিবসের প্রস্তুতি সভা, একরঙা পাঞ্জাবিতে নেতাদের সমাবেশে নতুন জল্পনা ।

ভাঙ্গড়ে শহীদ দিবসের প্রস্তুতি সভা, একরঙা পাঞ্জাবিতে নেতাদের সমাবেশে নতুন জল্পনা ।

নিজস্ব প্রতিনিধি, ভাঙ্গড় : ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশকে ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সেই প্রেক্ষিতেই শনিবার ভাঙ্গড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রস্তুতি সভা। ভাঙ্গড় মহাবিদ্যালয়ের সেমিনার রুমে এই সভার নেতৃত্ব দেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লা।সভায় ভাঙ্গড় বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা। শহীদ দিবসের সমাবেশে দলের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে সংগঠনিক নানা দিক নিয়ে গভীর আলোচনা হয় এই বৈঠকে। তবে এদিনের সভার একটি বিশেষ দৃশ্য রাজনীতির চর্চার কেন্দ্রে উঠে এসেছে—সব নেতা-কর্মীর পরনে ছিল একরঙা পাঞ্জাবি। একরঙা পোশাকে এমন সম্মিলিত উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। কেউ বলছেন, এটা দলের ভিতরে শৃঙ্খলার প্রতীক, আবার কেউ বলছেন—এটা কি তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের আগাম ‘ভিজ্যুয়াল ব্র্যান্ডিং’? বিরোধী শিবির ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে এই ‘দৃশ্য রাজনীতি’ নিয়ে।
             আর এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শওকত মোল্লা বলেন, “২১ জুলাই শুধুমাত্র একটি দিন নয়, এটি আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে লড়াইয়ের শপথ নেওয়ার দিন।” তিনি আরও জানান, ভাঙ্গড় অঞ্চল থেকে হাজার হাজার কর্মী-সমর্থক এই বার্তা নিয়ে শহীদ সমাবেশে অংশ নেবেন।" আর এদিনের এই প্রস্তুতি সভার পরিবেশ ছিল প্রাণবন্ত, তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ২১ জুলাইয়ের মহাসমাবেশ যে শুধু রাজনৈতিক বার্তা নয়, দলে ঐক্য, শৃঙ্খলা ও প্রস্তুতির এক প্রতীক হয়ে উঠছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলল আজকের ভাঙ্গড়ের প্রস্তুতি সভায়।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন