বিজ্ঞান না ভবিষ্যদ্বাণী ? সুন্দরবনে সূর্যবলয় ঘিরে রহস্য ঘনাচ্ছে !

বিজ্ঞান না ভবিষ্যদ্বাণী? সুন্দরবনে সূর্যবলয় ঘিরে রহস্য ঘনাচ্ছে !

নিজেস্ব প্রতিনিধি, সুন্দরবন : সুন্দরবনের আকাশে বৃহস্পতিবার সকালে দেখা গেল এক বিরল প্রাকৃতিক দৃশ্য—সূর্যের চারপাশে স্পষ্ট গোলাকার বলয়। মথুরাপুর, বকুলতলা, রায়দিঘি সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করেন। প্রায় ১০ মিনিট ধরে এই সূর্যবলয় দৃশ্যমান ছিল, যা ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও প্রবল কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়। এদিনের এই বিরল দৃশ্য সম্পর্কে বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল সামন্ত বলেন, “স্কুলে আসার সময় হঠাৎ দেখি ছাত্রছাত্রীরা আকাশের দিকে তাকিয়ে আছে। আমিও দেখলাম সূর্যের চারপাশে গোল বলয়। আমি বললাম এটাকেই সূর্যবলয় বলে। আমাদের সৌভাগ্য যে আজ এটা দেখার সুযোগ পেলাম। এটি প্রায় দশ মিনিটের মতো ছিল।”  

       আর এই বিরল সূর্য বলয় সম্পর্কে বিজ্ঞানীরা জানিয়েছেন, "সূর্যের চারপাশে ২২ ডিগ্রি কোণে বাষ্পকণার প্রতিসরণের ফলে এই বলয় সৃষ্টি হয়। একে ইংরেজিতে “22-degree halo” বলা হয়। সাধারণত স্তরবায়ু মেঘ বা সাইরাস মেঘ থাকলেই এমন দৃশ্য দেখা যায়।" আর স্থানীয়দের অনেকেই মনে করছেন, এমন দৃশ্য দেখা দেওয়ার পর বর্ষার মেঘ নামার সম্ভাবনা বাড়ে। যদিও আবহাওয়াবিদদের মতে, সূর্যবলয় এবং বৃষ্টিপাতের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে অনেক সময় এটি আসন্ন বৃষ্টির ইঙ্গিত দেয়। আর এই বিরল দৃশ্য এতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলে পোস্ট করেছেন। প্রকৃতির এই অভিনব খেলা সুন্দরবনের আকাশে যেন কিছু সময়ের জন্য সবাইকে মুগ্ধ করে দিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন