তালদিতে ভয়াবহ পথদুর্ঘটনা, রক্তাক্ত অবস্থায় ক্যানিং হাসপাতালে বাসন্তীর দুই মহিলা ।

তালদিতে ভয়াবহ পথদুর্ঘটনা, রক্তাক্ত অবস্থায় ক্যানিং হাসপাতালে বাসন্তীর দুই মহিলা ।

নুরসেলিম লস্কর, ক্যানিং : বৃহস্পতিবার দুপুরে ক্যানিংয়ের তালদি সংলগ্ন এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যাত্রী নিয়ে চলন্ত একটি টোটো গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বড় গাছে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর জখম হন টোটোয় থাকা দুই মহিলা যাত্রী । আহতদের নাম মহারানী সেনাপতি ও মিনতি মন্ডল । তাঁরা দু’জনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চুনাখালি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে চিকিৎসার প্রয়োজনে তাঁরা তালদিতে গিয়েছিলেন । ডাক্তার দেখানোর পর দুপুর নাগাদ বাড়ি ফেরার জন্য একটি টোটোতে ওঠেন। ফেরার পথেই তালদি সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, টোটোটি সম্ভবত অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে গাছে। ধাক্কার তীব্রতায় টোটোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী মহারানী ও মিনতি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত দুই মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানাগিয়েছে, দুই জনেরই অবস্থা আশঙ্কাজনক। বিশেষ চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের। আর এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। টোটো চালক ঘটনার পর থেকে পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয়দের অনুমান, টোটোচালকের অসাবধানতা কিংবা অতিরিক্ত গতি এই দুর্ঘটনার পেছনে মূল কারণ হতে পারে। তবে সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। আর এই ঘটনার পর এলাকার বাসিন্দাদের মধ্যে টোটোচালকদের বেপরোয়া মনোভাব নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে তাঁদের দাবি, এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন