ভোক্তার অধিকার নিয়ে কলেজ চত্বরে আলোচনার ঝড়, উপকৃত ছাত্রছাত্রীরা !
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার : সচেতন ভোক্তা গড়ে তোলার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার বিভাগের উদ্যোগে এবং শিশুরাম দাস কলেজের এনএসএস ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হল একটি বিশেষ সচেতনতা শিবির। ২৪ জুলাই ২০২৫, দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের সরিষা শিশুরাম দাস কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ পড়ুয়াদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ক্রেতা সুরক্ষা ও ন্যায্য বাণিজ্য সংক্রান্ত সচেতনতামূলক এই শিবিরে কীভাবে প্রতারিত হওয়া এড়ানো যায়, প্রতারণার শিকার হলে কোথায় ও কীভাবে অভিযোগ জানানো যায়—সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডঃ নীলেশ রঞ্জন মাইতি, যিনি তাঁর বক্তব্যে সচেতন নাগরিক হিসেবে পড়ুয়াদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এরপর রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সোম শুভ্র বসু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে ভারতীয় জীবন বিমা নিগম (LIC)-এর ডেভেলপমেন্ট অফিসার রিয়া ব্যানার্জী, এলআইসি-র উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। খাদ্য সুরক্ষার উপর বিস্তারিত আলোচনা করেন ডায়মন্ড হারবার ১ ও ২ নম্বর ব্লকের খাদ্য সুরক্ষা আধিকারিক ডঃ মুকুলিকা বাগচী। পুরো শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জেলা ক্রেতা সুরক্ষা পরিষদের সদস্য গোপাল চন্দ্র মন্ডল। কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রায় পঞ্চাশজন ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপভোক্তা অধিকার ও সুরক্ষা নিয়ে কলেজ পড়ুয়াদের জন্য এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের মতে, এমন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ভবিষ্যতে বাজারে আরও সাবলীলভাবে সিদ্ধান্ত নিতে পারবে।