পুত্রবধূর হাতে খুন শ্বশুর ! রাতের অন্ধকারে ক্যানিংয়ে রোমহর্ষক ঘটনা ।

পুত্রবধূর হাতে খুন শ্বশুর ! রাতের অন্ধকারে ক্যানিংয়ে রোমহর্ষক ঘটনা ।

নুরসেলিম লস্কর, ক্যানিং : রাতের অন্ধকারে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। শ্বশুরকে কাঁচি দিয়ে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। শুক্রবার রাতে এই ঘটনায় মৃত্যু হয়েছে স্বপন সরদার (৫৪) নামে এক ব্যক্তির। ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ মৌসুমী সরদার ও তাঁর স্বামী প্রদীপ সরদারকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজাপুর গ্রামের বাসিন্দা স্বপন ও কল্পনা সরদার দম্পতির ছেলে প্রদীপ প্রায় ১৬ বছর আগে প্রেম করে বিয়ে করেন চম্পাহাটির প্রতাপনগরের বাসিন্দা মৌসুমীকে। অভিযোগ, বিয়ের আগে থেকেই মৌসুমীর একাধিক অবৈধ সম্পর্ক ছিল। বিয়ের পর থেকেই সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। পরিবারের অভিযোগ, স্বামীকে সরিয়ে দেওয়ার জন্য একাধিকবার পরিকল্পনা করেন মৌসুমী। শুক্রবার রাতেও সেই অশান্তি চরমে ওঠে। বচসার মাঝেই পুত্রবধূ কাঁচি হাতে স্বামীকে খুন করতে উদ্যত হন বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন স্বপন সরদার। সেই সময় আচমকা তাঁর বুকে কাঁচি ঢুকিয়ে দেয় মৌসুমী, এমনটাই দাবি পরিবারের সদস্যদের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
    আর এদিকে এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। চাঞ্চল্য ছড়ায় গোটা রাজাপুর গ্রামে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। আটক করা হয়েছে মৌসুমী ও তাঁর স্বামীকে। চলছে জিজ্ঞাসাবাদ। খুনি পুত্রবধূর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন