" সুন্দরবনকে বাঁচাতে ডুগি-একতারা হাতে পথে পথে স্বপন বাউল "

 " সুন্দরবনকে বাঁচাতে ডুগি-একতারা হাতে পথে পথে স্বপন বাউল "
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : অরন্য সপ্তাহ উপলক্ষ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং -১ ব্লকের মাতলা অঞ্চলের রাজারলাট পুরাতন চাঁদনী ও দুই নম্বর লঞ্চঘাট এলাকায় মাতলা নদীর পাড়ে বাউল গানে সচেতন।সুন্দরবনে গাছ লাগান গাছ বাঁচান,একটি গাছ একটি প্রাণ এই বার্তা নিয়ে সুন্দরবনের পথে পথে ঘুরছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রশংসিত ও সম্মানিত আশির্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউল। সুদুর খাজা আনোয়ার বেড় পূর্ব বর্ধমান জেলা থেকে ছুটে এসে নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে রাষ্ট্রপতির দেওয়া একতারা কোল ডুগী বাজিয়ে উদাস বাউল নেচে নেচে গাইছেন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ।কেউ সুন্দরবনের গাছ গাছালী,ম্যানগ্রোভ গাছ কাটবেন না। ম্যানগ্রোভ গাছ কাটা বন্ধ করুন,বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগান। গানে গানে বলছেন  সুন্দরবনের পরিবেশ দূষণ মুক্ত করতে, ভূমিক্ষয় রোধ করতে, বন্যা নিয়ন্ত্রণ করতে বেশি করে ম্যানগ্রোভ গাছ লাগান গাছ বাঁচান। বক্তব্যে বার বার বলছেন স্বপন বাউল,গাছ আমাদের ফুল, ফল,খাদ্য, ছায়া ,বৃষ্টি ও অক্সিজেন দিয়ে জীবন বাঁচায়। গাছ আমাদের পিতা ,মাতা ,বন্ধু,অন্ন ,বস্ত্র ,বাসস্থানে গাছের জুড়ি মেলা ভার।বাউল বলেন সুন্দরবনে ম্যানগ্রোভ গাছ কাটা গাছ পাচার বন্য প্রাণী পাচার দিন দিন বেড়েই চলেছে। যত ম্যানগ্রোভ গাছ লাগানো হবে তত ভূমিক্ষয় রোধ করবে ও বন্যা নিয়ন্ত্রণ হবে। যে পরিমানে গাছ কাটা ও সাইক্লোন তুফান ঝড় জলে গাছ নস্ট হচ্ছে সেই পরিমানে গাছ লাগানো হচ্ছে না বলেই এত পরিবেশ দূষণ হয়ে পড়ছে।তবে আগের থেকে এখন সরকার ও বনদপ্তর এবং কিছু কিছু স্বেচ্ছাসেবক সংগঠনের ঐকান্তিক প্রচেষ্টায় ম্যানগ্রোফ গাছ থেকে শুরু করে আর অন্যান্য বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে দেখা গেছে। জনগণ,সরকার ,বনদপ্তর,বনমন্ত্রীকে সচেতন হতে হবে,গাছকাটা চোরা শিকারীদের গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। জনগণ সরকার বনদপ্তর কে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। বাউলের গানের মাধ্যমে এমন প্রতিবাদী সুর সোনা গেলো যেটা শুনলে সকলের মনে গাঁথবে, আজকাল দেখা যাচ্ছে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিদের একটি করে চারা গাছ দিয়ে বাহবা নিচ্ছে অনেকেই। 
আবার একটি করে চারা গাছ লাগিয়ে কেউ কেউ বিশিষ্ট ব্যক্তিত্বরা ক্যামেরার সামনে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সুনাম অর্জন করতে চাইছেন। লোক দেখানি এগুলো না করে সোশ্যাল মিডিয়াতে প্রচারের জন্য একটি গাছ না লাগিয়ে পরিবেশ কে দূষণের হাত থেকে রক্ষা করতে সেই সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা একটি গাছ লাগিয়ে প্রচার করেন তারা যদি সবসময় অনেক বেশি করে গাছ লাগান তাহলে সুন্দরবনের ভূমিক্ষয় রোধ ও বন্যা নিয়ন্ত্রণ হবেই। তাই সকল সুন্দরবনের জনগণকে বাউল গানে সচেতন করেন স্বপন বাউল গাছ কাটা একেবারেই বন্ধ করে বেশি করে গাছ লাগান, প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ কেউ ভুলবেন না। সুন্দরবনের সকল জনগণ, রাজ্য সরকার, বনদপ্তর, বন মন্ত্রী সচেতন না হলে সুন্দরবন দূষণ মুক্ত করা যাবে না, ভূমিক্ষয় রোধ ও বন্যা নিয়ন্ত্রণ করা যাবে না ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন