তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের তদন্তে সাফল্য, পুরস্কৃত ঘুটিয়ারী ফাঁড়ির ওসি।

তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের তদন্তে সাফল্য, পুরস্কৃত ঘুটিয়ারী ফাঁড়ির ওসি।

নুরসেলিম লস্কর,ক্যানিং : ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ ঘুটিয়ারী ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার রুইদাসকে ‘Good Service Reward’ প্রদান করল কলকাতা পুলিশ। আজ কলকাতা পুলিশ কমিশনার আইপিএস মনোজ ভার্মার হাত থেকে তিনি এই সম্মান গ্রহণ করেন।
    উল্লেখ্য, চলতি জুলাই মাসের ১০ তারিখ রাত্রে ভাঙড়ের চালতাবেরিয়ার তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে আততায়ীদের হাতে খুন হন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দক্ষিণ ২৪ পরগনা জুড়ে। খুনের তদন্তে নেমে একের পর এক অভিযান চালিয়ে এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। আর এই তদন্তেই মূলত অসাধারণ দক্ষতা ও নিষ্ঠা দেখিয়ে নেতৃত্ব দেন ঘটিয়ারির ওসি সুকুমার রুইদাস। আর সুকুমার বাবু কে এদিন  এই সম্মানে ভূষিত করে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “এই পুরস্কার শুধু একজন অফিসারকে নয়, গোটা পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বাড়ায়। সুকুমারবাবুর পেশাদারিত্ব সত্যিই প্রশংসনীয়।” ওসি রুইদাস পুরস্কার গ্রহণ করে জানান, “এটি শুধুমাত্র আমার নয়, আমার গোটা টিমের সম্মান। ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা একসঙ্গে ছিলাম এবং থাকব।”

      প্রসঙ্গত, নিহত রাজ্জাক খাঁর স্ত্রীর হাতে ইতিমধ্যেই সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছে রাজ্য সরকার। গতকাল ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সম্পাদক শওকাত মোল্লা তাঁর হাতে এই নিয়োগপত্র তুলে দেন। আর আনুমানিক এই রাজনৈতিক হত্যার মতো স্পর্শকাতর মামলায় দ্রুত তদন্ত ও গ্রেফতারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসী থেকে রাজনৈতিক মহলে প্রশংসা চলছে। রাজ্জাক খাঁর পরিবারও পুলিশ প্রশাসনের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন