মদ্যপ অবস্থায় উন্মত্ত চার যুবক, প্রতিবাদ করাতেই শাবলের আঘাতে জখম দুই ভাই।
নুরসেলিম লস্কর, ক্যানিং : ক্যানিংয়ের জয়রামখালি গ্রামে দুই যুবককে শাবল দিয়ে বেধড়ক মারধরের অভিযোগে উত্তাল এলাকা। ঘটনায় গুরুতর জখম হন দুই ভাই। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনায় বানীবাদা বেলেখালি গ্রামের চার যুবকের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ জয়রামখালির বাসিন্দা অনুপ ছাঁটুই ও তাঁর ভাই অনিমেশ ছাঁটুই নদীর পাড়ে হাঁটতে যান। সেই সময় সেখানে বসে মদ্যপান করছিল বানীবাদা বেলেখালি গ্রামের চার যুবক—রাজু সরদার, বাপি সরদার, আকাশ রাউত ও অক্ষয় সরদার। অভিযোগ, ওই চারজন আচমকাই দুই ভাইকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। দুই ভাই প্রতিবাদ করলে, উত্তেজিত হয়ে শাবল দিয়ে বেধড়ক মারধর শুরু করে অভিযুক্তরা।
আক্রান্ত অনুপ ছাঁটুই জানিয়েছেন, “আমি প্রতিবাদ করতেই ওরা আমাকে মাটিতে ফেলে মারধর করে। ভাই অনিমেশ আমাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। এমনকি পাড়ার আরও দুই যুবক এগিয়ে এলে, তাদের উপরও হামলা চালায়।” তার পর প্রতিবেশীরা গুরুতর জখম অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।আর এই ঘটনার পর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত চার যুবক পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।আর এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং নদীপাড় এলাকায় রাত্রিকালীন পুলিশ টহল বাড়ানোর আবেদন তুলেছেন।