ইয়ারপুরে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ-এর সূচনা।

ইয়ারপুরে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ-এর সূচনা।

বাইজিদ মন্ডল, মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার অন্তর্গত ইয়ারপুর অঞ্চলে শুরু হল স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের নতুন পর্যায়ের কাজ। বুধবার এই কর্মসূচির শুভ সূচনা হয় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। ফিতে কেটে প্রকল্পের সূচনা করেন মগরাহাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ ইকবাল, মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সর্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

      অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ এলাকাগুলিকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত (ODF) করা এবং মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার গ্রামে গ্রামে এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।এই প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামে শৌচাগার নির্মাণ, কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, ও বিভিন্ন পরিচ্ছন্নতা সচেতনতা কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রশাসনের মতে, এর ফলে গ্রামবাসীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসছে।

      উল্লেখ্য, ২০১৪ সালের ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন। তারই গ্রামীণ রূপ SBM-G (Swachh Bharat Mission - Gramin) আজ দেশের প্রতিটি গ্রামে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিচ্ছে। অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল উৎসাহ ও অংশগ্রহণ। সকলের একটাই বার্তা— "স্বচ্ছ গ্রাম, সুন্দর জীবন।"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন