রথের পুণ্যযাত্রা থেকে রক্তাক্ত হাসপাতালের বিছানায় !ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত এক পরিবারের চারজনসহ গুরুতর আহত ৬ জন।
নুরসেলিম লস্কর, বাসন্তী : শনিবার সন্ধ্যায় ঝিরঝিরে বৃষ্টির মাঝে পিচ্ছিল রাস্তায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বাসন্তী থানার পালবাড়ি ও কুলতলি বাজারের মধ্যবর্তী হালদারপাড়া সংলগ্ন এলাকায় বাসন্তী হাইওয়েতে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক পরিবারের চারজন সহ দুই বাইক আরোহী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা দেখে বাসন্তীর কালী বটতলা থেকে নিজের বাড়ি চোরাডাকাতিয়ার দিকে নিজের মোটর ভ্যানে চড়ে ফিরছিলেন মনোজ মাইতি(৪০) তার সঙ্গে ছিলেন স্ত্রী অনিমা মাইতি, কন্যা পল্লবী এবং প্রতিবন্ধী পুত্র রাহুল মাইতি। অন্যদিকে, একই সময়ে চোরাডাকাতিয়ার দিক থেকে সোনাখালির দিকে যাচ্ছিলেন দুই বাইক আরোহী— সহদেব হালদার ও দেবাশীষ ঘরামী। হালদারপাড়া সংলগ্ন এলাকায় একটি লরিকে ওভারটেক করার সময় বাইকের চাকা পিছলে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সোজা ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা মোটর ভ্যানে। সংঘর্ষের তীব্রতায় দু'পক্ষই রাস্তায় ছিটকে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন মোটর ভ্যান ও বাইকের যাত্রীরা। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। বাইক আরোহী দুই যুবককে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ফলে তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর এই দুর্ঘটনায় ঐ দুই আহত বাইক আরোহীর ঠিকানা বাসন্তীর দু'নম্বর সোনাখালি ও উত্তর মোকাম্বেরিয়া গ্রামের বলে জানা গিয়েছে। অপরদিকে, মোটরভ্যানে থাকা মনোজবাবু ও তার পরিবারকে ভর্তি করা হয় বাসন্তী কলকাতার বাজারের একটি বেসরকারি নার্সিংহোমে।
আর এই দুর্ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মোটরভ্যানটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বৃষ্টিজনিত পিচ্ছিল রাস্তা এবং ওভারটেক করার সময় অসতর্কতা—এই দু’টিকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অ্যাম্বুলেন্স না আসা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।