পথ নিরাপত্তা সপ্তাহে সাগর থানার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি।

পথ নিরাপত্তা সপ্তাহে সাগর থানার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি।

নিজস্ব প্রতিনিধি, সাগর : পথ দুর্ঘটনা রোধে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার উদ্যোগে আয়োজিত হল একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। শনিবার হরিণবাড়ি বাজারে “সেভ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর থানার পুলিশ আধিকারিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও। পথ চলতি সাধারণ মানুষ, দোকানদার, বাইক চালক ও অন্যান্য যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। মূলত হেলমেট ব্যবহার, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, সিটবেল্ট বাধ্যতামূলকভাবে বাঁধা, নির্ধারিত গতিসীমার মধ্যে যান চলাচল রাখা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচার চালান পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের হাতে ট্রাফিক বিধি সম্পর্কিত লিফলেটও তুলে দেওয়া হয়।
      এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। তাঁদের কথায়, এমন উদ্যোগ শুধুমাত্র আইন মান্যতায় উৎসাহ দেবে না, বরং ভবিষ্যতে দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করবে। সাগর থানার তরফে জানানো হয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী দিনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে এমন কর্মসূচি গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন