বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার : এপিজে আব্দুল কালাম ইসলামিক ইনস্টিটিউশন এর এই শিলান্যাস পর্ব অনুষ্ঠান হয় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার নীলাম্বরপুর ছাউনির মাঠে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্তরের শিক্ষানুরাগী গুণী মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের Deen নার্গিস আহমেদ বলেন,জীবন দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকারl প্রতিষ্ঠানের কর্ণধার আসলাম মন্ডল, ডাক্তার মেহবুব রহমান, মারুফা খাতুন শিক্ষা প্রসারে সে মহৎ উদ্যোগ নিয়েছেন তাকে অভিনন্দন জানাই। এছাড়াও আসলাম মন্ডল বলেন, শিশু শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুল তার সঙ্গে ইসলামিক শিক্ষার উপর জোর দেওয়া হবে। সমাজে মুসলিমরা অনেক পিছিয়ে তার কারণ হলো শিক্ষার অভাব, ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে পরিবর্তন আনতে সক্ষম হবে। মুসলিম সমাজের মধ্যে ডাক্তার, শিক্ষক, উকিল কম দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান সমাজে বেশি বেশি তৈরি করে মুসলিম সমাজের মধ্যে শিক্ষার প্রসার বৃদ্ধি ঘটাতে হবে। ডাক্তার মেহবুব রহমান বলেন, আমাদের পরিশ্রম সার্থক হবে যদি সংখ্যালঘুরা বুঝতে পারে, কারণ তাদের সন্তান মানুষ হবে, উচ্চ শিক্ষা পাবে এবং আদর্শ নিয়ে বাঁচতে পারবেন। সাংবাদিক সমাজকর্মী দীপক বেপারী বলেন, মাদ্রাসাতে যে জঙ্গি তৈরি হয় তা সম্পূর্ণ বিভ্রান্তিকর। রাজ্যের অনেক মাদ্রাসায় গিয়ে অনুসন্ধান করেছি। কিন্তু সন্ত্রাস তৈরীর সামান্য টুকু গন্ধ পায়নি। রাজনীতিকে ব্যবহার করার শিক্ষা নিতে হবে।বিজেপি আরএসএস যেভাবে দাঙ্গা বাধানোর চক্রান্ত করছে চক্রান্ত করছে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে।ওদের চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে তবেই দেশে উন্নতি হবার সম্ভাবনা আছে,না হলে এর শুধুই ধর্মের নামে রাজনীতি করার লক্ষ্যে ব্যাস্ত। শিক্ষারত্ন প্রাপ্ত নুরনবী জমাদার বলেন, শান্তিনি কেতনের মতো প্রতিষ্ঠান এখানে গড়ে উঠবে। ঝিনুকের মধ্যে যেমন মুক্ত থাকে, তেমনি এই এলাকার মধ্যে মুক্ত হলেন আসলাম মন্ডল,এর আক্রান্ত পরিশ্রমে এখানে একটা নামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে । তাছাড়া কয়লার মধ্যে যেমন হীরে থাকে, ডায়াবেটিস রোগীরা যে সেকারিন ব্যবহার করে তারা এই কয়লা থেকে তৈরি হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাংবাদিক আজিজুল হক, এছড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল আলিম মোল্লা, সাবেক কেন্দ্রীয় পুলিশ অফিসার শেখ ইউনুস, ছাত্রনেতা আব্বাস উদ্দিন সরদার, মাসুদুর রহমান সরদার, সমাজসেবী শাজাহান লস্কর প্রমূখ।