বাসন্তীর কৃষ্ণনগরে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য।

বাসন্তীর কৃষ্ণনগরে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য।

নুরসেলিম লস্কর, বাসন্তী : আজ সকালে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রামের একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম হোসেন গাজী (৩৭)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা, পিতা ইলিয়াস গাজী।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ ভোরবেলা, সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ গ্রামের লোকজন হঠাৎই একটি পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বাসন্তী থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা না গেলেও পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দারা আরো বলেন যে, হোসেন গাজী চুপচাপ স্বভাবের মানুষ ছিলেন, কোনও ঝামেলার সঙ্গে জড়িত ছিলেন না। ফলে কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে নেমেছে বাসন্তী থানার পুলিশ।ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন