পুরোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে ক্যানিং থানার পুলিশ।

পুরোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে ক্যানিং থানার পুলিশ।

নুরসেলিম লস্কর, ক্যানিং : ক্যানিং শহরে এক পুরোহিতের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম পঞ্চানন মিশ্র (৬৫)। তিনি উড়িষ্যার ভদ্রক জেলার চারিগাঁ গ্রামের বাসিন্দা ছিলেন।
      স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে পঞ্চানন মিশ্র ক্যানিং শহর ও কুমার শা এলাকায় একটি মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন। সাধারণত প্রতিদিন সকালের মধ্যে তিনি মন্দিরে পুজো দিতে চলে আসতেন। তবে বুধবার সকাল থেকে তাঁকে কোথাও দেখা না যাওয়ায় সন্দেহ জাগে স্থানীয়দের মধ্যে। অনেক খোঁজাখুঁজির পর পাড়ার বাসিন্দারা তাঁর ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া মেলে না। এরপর জানালার ফাঁক দিয়ে তাঁকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত খবর দেওয়া হয় ক্যানিং থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃত পুরোহিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পঞ্চানন মিশ্রর আত্মীয়রা উড়িষ্যা থেকে ক্যানিংয়ে এসে পৌঁছান।

     আর কেন আত্মহত্যা করলেন এই প্রবীণ পুরোহিত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। যদিও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, পঞ্চাননবাবু বিগত কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন!পুলিশ দেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হলেও, তদন্তের পরেই আসল কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন