গভীর সমুদ্রে ডুবল রায়দিঘীর ‘ভাই ভাই’ ট্রলার, অলৌকিকভাবে উদ্ধার ১৩ মৎস্যজীবী!
কুতুব উদ্দিন মোল্লা,জয়নগর : রথযাত্রার দিন রায়দিঘী থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ‘ভাই ভাই’ নামের একটি ট্রলার। ছিলেন ১৩ জন মৎস্যজীবী। আটদিন ধরে গভীর সমুদ্রে মাছ ধরার পর ফেরার পথে, গত শুক্রবার বিকেল ৪টা নাগাদ বঙ্গোপসাগরের মাঝসমুদ্রে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ট্রলারটির পাঠাতন হঠাৎ করেই ছিঁড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই জলমগ্ন হয়ে যায় পুরো ট্রলার। সৌভাগ্যবশত পাশেই অবস্থান করছিল ‘আব্বা মায়ের দোয়া’ নামের আরেকটি ট্রলার। দ্রুত তৎপরতায় তারা সকল ১৩ জন মৎস্যজীবীকে জীবিত অবস্থায় উদ্ধার করে। সকলেই সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে। তবে গভীর সমুদ্রে সম্পূর্ণরূপে ডুবে যাওয়ায় 'ভাই ভাই' ট্রলারটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার জেরে রায়দিঘী-সহ গোটা উপকূল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৎস্যজীবী মহলে আতঙ্ক দেখা দিলেও প্রাণহানির ঘটনা না ঘটায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই।
ট্রলারের মালিক নাসির আলি শেখ বলেন, “এটাই ছিল আমার একমাত্র ট্রলার। এ বছর প্রথমবার ১৩ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিল। দুর্ভাগ্যবশত পাঠাতন ছেড়ে ট্রলারটি ডুবে গেল। প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। এখন সরকারের সাহায্যের দিকেই তাকিয়ে আছি।”এদিন রায়দিঘী মৎস্যজীবী ইউনিয়নের প্রেসিডেন্ট অলক হালদার জানিয়েছেন, উপকূল রক্ষী বাহিনীকে অবগত করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে ট্রলার উদ্ধারে কতটা সফল হওয়া যাবে, তা এখন সময়ই বলবে।