দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ম্যাকলিন স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকা জুড়ে চাঞ্চল্য!
নিজেস্ব প্রতিনিধি,বিষ্ণুপুর : দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার ম্যাকলিন স্টুডিওতে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাত প্রায় ৯টা নাগাদ আচমকাই স্টুডিওর একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্টুডিওর একাধিক অংশে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিষ্ণুপুর ও সংলগ্ন এলাকায়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার খবর পেয়েই ছুটে আসে বিষ্ণুপুর ফায়ার ব্রিগেডের আটটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও দমকলকর্মীদের পাশে দাঁড়িয়ে আগুন নেভানোর কাজে সাহায্য করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। তবে স্টুডিওর একাধিক শুটিং সেট, প্রপস, ইলেকট্রনিক সরঞ্জাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যেতে পারে। আর এদিনের ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় কোনও বড় শুটিং চলছিল না, ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে। তবে সম্পূর্ণ পরিকাঠামো খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, ফরেনসিক দলকেও ঘটনাস্থলে পাঠানো হতে পারে। তবে,এই অগ্নিকাণ্ডকে রাজ্যের বিনোদন ও টেলিভিশন শিল্পের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য স্টুডিও ও শুটিং ইউনিটগুলিকে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।