নিজস্ব প্রতিনিধি, বাসন্তী : সরকারি প্রকল্পকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাসন্তীতে আয়োজিত হলো “আমাদের পাড়া আমাদের সমাধান” ও “দুয়ারে সরকার” কর্মসূচি। মঙ্গলবার সকালে মহেশপুর যশোদা বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে ভিড় জমায় শত শত মানুষ। আর এদিনের এই শিবিরের সূচনালগ্নেই উপস্থিত হন এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল, বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, পূর্ত কর্মাধ্যক্ষ নূর ইলাহী গাজি (রাজা গাজি), বাসন্তী বিডিও অফিসের ডেপুটি সেক্রেটারি পার্থ প্রাধান, ভারতগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলুরানি বিশ্বাস সহ পঞ্চায়েত সদস্য, সদস্যারা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক।
এদিনের এই শিবিরের কর্মসূচিতে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডসহ নানা সরকারি প্রকল্পের আবেদন ও সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়। শিবিরে গ্রামবাসীরা জন্ম ও মৃত্যুসনদ, জমি সংক্রান্ত নথি থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করেন। আর এই শিবির সম্পর্কে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “মানুষ যাতে দপ্তরে দৌড়োতে না হয়, সেই লক্ষ্যেই সরকার এই শিবিরের ব্যবস্থা করেছে। গ্রামের মানুষকে সরাসরি পরিষেবা দেওয়া এখন প্রশাসনের অঙ্গীকার।” পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লার বক্তব্য, “দুয়ারে সরকার ও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মানুষের আস্থা অর্জন করেছে। এই উদ্যোগই গ্রামাঞ্চলের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করছে।” আর স্থানীয় বাসিন্দারাও জানান, এই ধরনের শিবিরের ফলে তাঁদের নিত্য সমস্যার সমাধান অনেক সহজ হয়ে উঠছে। কারও বক্তব্য, “আগে সরকারি প্রকল্পের জন্য বারবার অফিসে যেতে হতো। এখন গ্রামেই সবকিছুর সমাধান হচ্ছে।”
আর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়মিতভাবে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে।


