নিজেস্ব প্রতিনিধি, জীবনতলা : রাতের অন্ধকারে ডাকাতির ছক বানাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরীফ হাসপাতাল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে প্রায় ১৮ থেকে ২০ জন দুষ্কৃতি ওই এলাকায় জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হানা দেয়। আর পুলিশকে দেখেই বেশিরভাগ দুষ্কৃতি পালিয়ে গেলেও পাঁচজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
ধৃতরা হল— হাবিব লস্কর, সোহেল মোল্লা, আকবর মোল্লা, শহিদ শেখ ও আরমান আলম। তাঁদের বাড়ি জীবনতলা থানার মাকালতলা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে একটি আমেরিকান তৈরি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, লোহার রড, ভোজালি চপার এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
ধৃতদের মঙ্গলবার আলিপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আর এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, সময়মতো পুলিশের পদক্ষেপ না হলে বড়সড় বিপদ ঘটতে পারত। প্রশাসনের দাবি, এই অভিযান প্রমাণ করেছে—আইনের চোখ এড়িয়ে কোনো অপরাধীরই রক্ষা নেই।
ধৃতদের মঙ্গলবার আলিপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, ডাকাতির চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে। পাশাপাশি বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আর এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, সময়মতো পুলিশের পদক্ষেপ না হলে বড়সড় বিপদ ঘটতে পারত। প্রশাসনের দাবি, এই অভিযান প্রমাণ করেছে—আইনের চোখ এড়িয়ে কোনো অপরাধীরই রক্ষা নেই।