'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচির সূচনা রামচন্দ্রখালিতে, জনতার সমস্যার সমাধানে সক্রিয় বিধায়ক সহ স্থানীয় প্রশাসন !
নুরসেলিম লস্কর, বাসন্তী : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক নতুন প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন— ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মানুষের নিত্যদিনের সমস্যাগুলিকে দ্রুত ও স্থানীয় স্তরে সমাধানের লক্ষ্যেই এই কর্মসূচি। রাজ্যের সর্বত্র বুথভিত্তিক শিবিরের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে তার দ্রুত নিষ্পত্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আগামী জানুয়ারি মাসের মধ্যেই অধিকাংশ সমস্যার সমাধান হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার অন্তর্গত রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। সকাল থেকেই এলাকার মানুষ তাঁদের সমস্যার কথা তুলে ধরতে হাজির হন শিবিরে। রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, পাট্টা, রেশন সংক্রান্ত অভিযোগ সহ বিভিন্ন সমস্যার কথা জানান স্থানীয় বাসিন্দারা। শিবিরে উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল মণ্ডল,বিডিও সঞ্জীব সরকার ও বাসন্তীর বিশিষ্ট জননেতা আব্দুল মান্নান গাজী, রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার গাজী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।বিধায়ক শ্যামল মণ্ডল জানান, “এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন। দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সব দফতর একজোট হয়ে কাজ করছে।” স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের কথায়, এতদিন সমস্যার কথা বলার সুযোগ পেতেন না, এবার হাতের কাছেই পৌঁছে গিয়েছে প্রশাসন। আর এদিনের এই শিবির সম্পর্কে প্রশাসনের এক আধিকারিক জানান, প্রতিটি সমস্যার লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার সমাধান করা হবে।
আর নির্বাচনের আগে মানুষের মন জয় করতে তৃণমূল সরকারের এই বিশেষ উদ্যোগ রাজ্যের রাজনৈতিক আবহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। তবে শুধুই প্রতিশ্রুতি নয়, বাস্তব কার্যকরী পদক্ষেপই এই প্রকল্পের সাফল্য নির্ধারণ করবে বলে মত বাসিন্দাদেরও।