আদালতের নির্দেশে সাউথ গড়িয়া ট্রাস্টের দখলে ৩.৬০ একর জমি।

আদালতের নির্দেশে সাউথ গড়িয়া ট্রাস্টের দখলে ৩.৬০ একর জমি।

বিশ্বজিৎ নস্কর, বারুইপুরঃ দক্ষিণ ২৪ পরগনার সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায় পরিবার ট্রাস্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হল। ট্রাস্টের বর্তমান সেবাইত পি. ব্যানার্জির মনোনীত অ্যাডমিনিস্ট্রেটর কাম আমমোক্তার শ্রীযুক্ত দেবাশীষ রায় অদ্য ১৮ আগস্ট ২০২৫ তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সংশ্লিষ্ট জমি আনুষ্ঠানিকভাবে বুঝে নিলেন। 

সূত্র অনুযায়ী, কলকাতার সার্ভে পার্ক থানার পুলিশ বাহিনীর উপস্থিতিতে চকমাশুর মৌজার বাঘাযতীন স্টেশন সংলগ্ন এল.আর. ৫২ নং দাগে অবস্থিত ট্রাস্টের মালিকানাধীন জমিটি মাপজোকের মাধ্যমে হস্তান্তর করা হয়। রেকর্ড অনুযায়ী উক্ত জমি ১১৪ নং খতিয়ানে অন্তর্ভুক্ত এবং আয়তনে মোট ৩.৬০ একর। দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে প্রশাসনিক জটিলতা এবং আইনি প্রক্রিয়া চলছিল। অবশেষে আদালতের নির্দেশ বাস্তবায়িত হওয়ায় ট্রাস্ট কর্তৃপক্ষের হাতে জমি ফেরত এলো। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসন শান্তিপূর্ণভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করে।

 দেবাশীষ রায় জানান, এই জমি ফেরত পাওয়ার মধ্য দিয়ে ট্রাস্টের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। জমিটি ভবিষ্যতে ট্রাস্টের পরিকল্পিত সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে বলেও তিনি আশ্বাস দেন। স্থানীয় মহল মনে করছে, আদালতের এই নির্দেশ ও কার্যকর পদক্ষেপ ট্রাস্টের জমি সংক্রান্ত অনিশ্চয়তা দূর করল। পাশাপাশি এটি সামাজিকভাবে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন