সুন্দরবন জুড়ে সবুজায়নের মহোৎসব !
নুরসেলিম লস্কর, বাসন্তী : “আমার গাছ – আমার প্রাণ” – এই শপথকে সামনে রেখে সুন্দরবনকে আরো সবুজে ভরিয়ে তুলতে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে দ্বীপে শুরু হয়েছে ‘সবুজ অভিযান’। বাসন্তী, গোসাবা-সহ দ্বীপাঞ্চলে চলছে এই সবুজায়নের বিশেষ কর্মসূচি। আর কর্মসূচি কে সফল করতে Care Unlimited-এর কর্ণধার শ্রী সূর্যাশীষ গুপ্তের সহযোগিতায় এবং বাসন্তীর চম্পা মহিলা সোসাইটি-র উদ্যোগে কয়েক মাস ধরে গ্রামীণ মহিলাদের মধ্যে উন্নত মানের ফলের চারা বিতরণ করা হচ্ছে। যেমন এরই অঙ্গ হিসেবে এদিন বাসন্তীর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব-এর ব্যবস্থাপনায় প্রায় ৪০টি উন্নত ফলণশীল আমগাছের চারা গ্রামের মায়েদের হাতে তুলে দেওয়া হয়। আর এদিন মায়েরা শুধু চারা হাতে নিয়ে বাড়ি ফিরলেন না, প্রতিটি মা অঙ্গীকার করলেন, গাছগুলোকে সন্তান স্নেহে লালন করে বড় করবেন।
নুরসেলিম লস্কর, বাসন্তী : “আমার গাছ – আমার প্রাণ” – এই শপথকে সামনে রেখে সুন্দরবনকে আরো সবুজে ভরিয়ে তুলতে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে দ্বীপে শুরু হয়েছে ‘সবুজ অভিযান’। বাসন্তী, গোসাবা-সহ দ্বীপাঞ্চলে চলছে এই সবুজায়নের বিশেষ কর্মসূচি। আর কর্মসূচি কে সফল করতে Care Unlimited-এর কর্ণধার শ্রী সূর্যাশীষ গুপ্তের সহযোগিতায় এবং বাসন্তীর চম্পা মহিলা সোসাইটি-র উদ্যোগে কয়েক মাস ধরে গ্রামীণ মহিলাদের মধ্যে উন্নত মানের ফলের চারা বিতরণ করা হচ্ছে। যেমন এরই অঙ্গ হিসেবে এদিন বাসন্তীর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব-এর ব্যবস্থাপনায় প্রায় ৪০টি উন্নত ফলণশীল আমগাছের চারা গ্রামের মায়েদের হাতে তুলে দেওয়া হয়। আর এদিন মায়েরা শুধু চারা হাতে নিয়ে বাড়ি ফিরলেন না, প্রতিটি মা অঙ্গীকার করলেন, গাছগুলোকে সন্তান স্নেহে লালন করে বড় করবেন।
আর সুন্দরবনকে সবুজায়নে ভরিয়ে তোলার এই বিশেষ উদ্যোগ সম্পর্কে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাবের সভাপতি সাবির হোসেন সেখ বলেন, “যখন সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংসের ফলে সবুজ বিলীন হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় চম্পা মহিলা সোসাইটি ও Care Unlimited-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মায়েরা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং সেই সাথে আমাদেরও লক্ষ্য – চারা গাছের মৃত্যু হার শূন্যে নামিয়ে আনা। এজন্য ক্লাবের পক্ষ থেকেও নজরদারি চলবে।”
আর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চম্পা মহিলা সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী, শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক অমল নায়েক, ক্লাব সম্পাদক শরদিন্দু মাঝি, সহ-সম্পাদক বিশু মন্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। আর এদিনের এই অনুষ্ঠান সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন ক্লাবের অসংখ্য সদস্য-সদস্যারা।
আর সুন্দরবনে সবুজায়নের এই অভিনব প্রয়াস সম্পর্কে চম্পা মহিলা সোসাইটির কর্ণধার, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক জানান, " এই চারা গাছ গুলি যেমন একদিকে প্রকৃতিকে রক্ষা করবে, তেমনি গাছের সঙ্গে আবেগের বন্ধনে বাঁধা পড়বেন গ্রামীণ মা ও পরিবার গুলি।" সেই সঙ্গে তিনি আরো বলেন যে, " সুন্দরবনের দ্বীপাঞ্চল জুড়ে এই আন্দোলন আগামী দিনে সবুজ বিপ্লবের রূপ নেবে বলে আমার আশা !"
আর চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রাঙ্গনে আয়োজিত এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চম্পা মহিলা সোসাইটির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী, শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক অমল নায়েক, ক্লাব সম্পাদক শরদিন্দু মাঝি, সহ-সম্পাদক বিশু মন্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা। আর এদিনের এই অনুষ্ঠান সফল করতে অগ্রণী ভূমিকা পালন করেন ক্লাবের অসংখ্য সদস্য-সদস্যারা।
আর সুন্দরবনে সবুজায়নের এই অভিনব প্রয়াস সম্পর্কে চম্পা মহিলা সোসাইটির কর্ণধার, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক জানান, " এই চারা গাছ গুলি যেমন একদিকে প্রকৃতিকে রক্ষা করবে, তেমনি গাছের সঙ্গে আবেগের বন্ধনে বাঁধা পড়বেন গ্রামীণ মা ও পরিবার গুলি।" সেই সঙ্গে তিনি আরো বলেন যে, " সুন্দরবনের দ্বীপাঞ্চল জুড়ে এই আন্দোলন আগামী দিনে সবুজ বিপ্লবের রূপ নেবে বলে আমার আশা !"