ডায়মন্ড হারবারে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক।

ডায়মন্ড হারবারে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক।

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ১১৭ নং জাতীয় সড়কের শাসন মোড়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস ও ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন একাধিক যাত্রী।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ৩টে নাগাদ ডায়মন্ড হারবারমুখী যাত্রীবাহী বাসটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ৪০৭ গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকের লেনে ঢুকে পড়ে এবং মুহূর্তেই ঘটে দুর্ঘটনা। আর সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, ৪০৭ গাড়িতে থাকা কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও পুলিশ মিলে তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আর দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদ। তিনি নিজে উদ্ধারকাজ তদারকি করেন এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানজটের পরিস্থিতি তৈরি হয়েছিল।

      স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার ঘটনা ঘটে। ফলে এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত নিয়মিত ট্রাফিক নজরদারি ও গাড়ির গতিনিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া। আর মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালেও পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছনো সম্ভব হয়। দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন