পড়ে গিয়ে গুরুতর জখম রাজমিস্ত্রী
সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং - পড়ে গিয়ে গুরুতর জখম হলেন রাজমিস্ত্রী এক যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের বদুকুলা গ্রামে। গুরুতর জখম রাজমিস্ত্রী ওই যুবক সিরাজুল সরদার বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে রাজমিত্রী ওই যুবক এদিন নিজের পাড়াতেই কাজ করছিলেন। সেই সময় আচমকা বাঁশের মাচা ভেঙে পড়ে যায়। মাথায় ও দু পায়ে আঘাত লাগে। অন্যান্যরা তাকে উদ্ধার করে। স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।