সন্দেশখালির দুর্ঘটনায় নিহত আল-মানার মিশনের দুই কর্মীর জানাজায় উপচে পড়া ভিড়।

সন্দেশখালির দুর্ঘটনায় নিহত আল-মানার মিশনের দুই কর্মীর জানাজায় উপচে পড়া ভিড়। 

নিজস্ব প্রতিনিধি, বাসন্তী: সন্দেশখালি তে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হাসা লস্কর (৪৮) ও আনসার পিয়াদা (৩৮)-র জানাজা অনুষ্ঠিত হলো বুধবার সকালে সুন্দরবন আল-মানার মিশনের প্রাঙ্গণে। সকাল থেকেই মিশন চত্বর ও আশপাশে ভিড় জমতে শুরু করে। এলাকার মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং আল-মানার মিশনের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন তাঁদের শেষ বিদায় জানাতে। এদিন জানাজার আগে নিহতদের মরদেহ আল-মানার মিশনের প্রাঙ্গণে আনা হলে শোকের আবহ নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবার-পরিজন। অসংখ্য মানুষ অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন দুই কর্মীর আত্মার শান্তির জন্য। আর এদিন জানাজার নামাজে ইমামত করেন আল-মানার মিশনের কর্ণধার তথা বিশিষ্ট সমাজকর্মী আনোয়ার হোসেন কাসেমী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দুর্ঘটনায় নিহত দুই কর্মীর অবদানের কথা স্মরণ করেন। 

আর এদিন তাঁদের কে শেষ বিদায়  জানাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মানুষের ভাষায়— “এই দুই কর্মী ছিলেন সমাজসেবার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তাঁদের হঠাৎ চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।” আর নিহত হাসা লস্কর ও আনসার পিয়াদার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র নির্দেশখালি ও আশপাশের গ্রামাঞ্চল। জানাজা শেষে তাঁদের দাফন সম্পন্ন হয় এলাকায়ই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন