সম্পত্তি নিয়ে রক্তাক্ত বিবাদ ! ভাই-ভাইপোকে কাদায় ফেলে বেধড়ক মার, অভিযোগ দাদার বিরুদ্ধে।

সম্পত্তি নিয়ে রক্তাক্ত বিবাদ ! ভাই-ভাইপোকে কাদায় ফেলে বেধড়ক মার, অভিযোগ দাদার বিরুদ্ধে।

নিজেস্ব প্রতিনিধি, ক্যানিং : সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ এবার রূপ নিল ভয়াবহ হিংসায়। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে নিজের ভাই ও ভাইপোকে কাদায় ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারধর করলেন দাদা! ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের গোলকপাড়া এলাকায়। আহতরা হলেন গোলকপাড়ার বাসিন্দা চন্দ্র নস্কর ও তাঁর ছেলে মহেশ নস্কর। বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
   পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল চন্দ্র নস্কর ও তাঁর দাদা পরিতোষ নস্করের মধ্যে। অভিযোগ, মঙ্গলবার বিকেলে সেই বিবাদ চরমে ওঠে। কথাকাটাকাটির মাঝেই আচমকা চন্দ্রবাবুর উপর লাঠি নিয়ে চড়াও হন পরিতোষ ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। কাদায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেই সময় চন্দ্রবাবুকে উদ্ধার করতে গেলে তাঁর ছেলে মহেশকেও রেহাই দেয়নি হামলাকারীরা। তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বাবা ও ছেলেকে উদ্ধার করেন এবং দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।

    আর এদিনের এই ঘটনার বিষয়ে আক্রান্ত চন্দ্র নস্কর বলেন, ‘সম্পত্তি একা ভোগ করার লোভে আমার উপর হামলা চালিয়েছে দাদা ও তাঁর পরিবার। আমার ছেলেকেও মেরেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’ অন্যদিকে এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।আর পারিবারিক সম্পত্তি নিয়ে এমন হিংসাত্মক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। তবে সেই বিবাদ এভাবে রক্তাক্ত রূপ নেবে, তা কেউ ভাবেননি।!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন