রাতের ট্রেনে তাণ্ডব তারকেশ্বর যাত্রীদের ! জখম একাধিক !

রাতের ট্রেনে তাণ্ডব তারকেশ্বর যাত্রীদের ! জখম একাধিক !

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং :  রাতের আঁধারে চলন্ত ট্রেনেই ঘটে গেল তুমুল বিশৃঙ্খলার ঘটনা! সোমবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে একপ্রকার রণক্ষেত্রের চেহারা নেয় ক্যানিংগামী ডাউন লোকাল। দু’দলের সংঘর্ষে আহত হন একাধিক যাত্রী।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ক্যানিংগামী ডাউন লোকালে উঠেছিলেন বহু সাধারণ যাত্রী, যাঁদের মধ্যে ছিলেন তারকেশ্বর থেকে ফেরা একদল ভ্রমণকারীও। অভিযোগ, ওই দলটির মধ্যেই শুরু হয় বচসা, যা দ্রুত হাতাহাতির রূপ নেয়। সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে পিয়ালি ও তালদি এলাকার যাত্রীরা। চোখ রাঙানির মাঝেই ট্রেন পৌঁছায়  পিয়ালি স্টেশনে। আর সেখানে ট্রেন থামতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তালদি ও আশেপাশের এলাকার কয়েকজনকে টেনে নামিয়ে মারধর করা হয়। বেধড়ক মার খেয়ে গুরুতর জখম হন উত্তর রাজাপুরের তাপস হালদার, উত্তর তালদির সঞ্জয় মন্ডল, আকাশ মন্ডল এবং উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার বৃহষ্পতি ভূঁইয়া সহ আরও বেশ কয়েকজন। তার পর আহতদের তালদি এলাকার সঙ্গীরা উদ্ধার করে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

   আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেই রাতের ট্রেনযাত্রার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে প্রত্যক্ষদর্শীদেরও। তবে সোমবার রাতের এই ঘটনায় ফের একবার স্পষ্ট, চলন্ত ট্রেনে নিরাপত্তার অভাব কতটা ভয়ঙ্কর পরিস্থিতি ডেকে আনতে পারে। আর এই ঘটনায় রেল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন