ভীমরুলের আক্রমণে গুরুতর জখম যুবক, চিকিৎসাধীন ক্যানিং হাসপাতালে ।
নুরসেলিম লস্কর, ক্যানিং : ভয়াবহ ভীমরুলের আক্রমণে গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার সকালে ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের শিমূলতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিমূলতলা গ্রামের বাসিন্দা মনসুর আলম সরদার এদিন সকালে নিজের বাড়ির চারপাশে গাছপালা ছাঁটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ প্রায় ২০–২৫টি ভীমরুল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় হুল ফুটিয়ে দেয় যুবকের শরীরে। প্রচণ্ড যন্ত্রনায় কাতরাতে কাতরাতে চিৎকার করে ওঠেন মনসুর। তার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মনসুর আলম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিমূলতলা গ্রামের বাসিন্দা মনসুর আলম সরদার এদিন সকালে নিজের বাড়ির চারপাশে গাছপালা ছাঁটার কাজ করছিলেন। সেই সময় হঠাৎ প্রায় ২০–২৫টি ভীমরুল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দফায় দফায় হুল ফুটিয়ে দেয় যুবকের শরীরে। প্রচণ্ড যন্ত্রনায় কাতরাতে কাতরাতে চিৎকার করে ওঠেন মনসুর। তার চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন মনসুর আলম।
চিকিৎসক সূত্রে খবর, যুবকের শরীরে একাধিক স্থানে ভীমরুলের হুল বিদ্ধ হয়েছে, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গ্রামবাসীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় বারবার ভীমরুলের উপদ্রব দেখা দিচ্ছে, ফলে প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা ।

