বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের রবীন্দ্র অডিটোরিয়ামে আয়োজিত হল স্মরণসভা। এদিনের এই অনুষ্ঠানটির সম্পূর্ণ আয়োজন ও পরিচালনা করে পশ্চিমবঙ্গ সরকারের ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর। আর এদিনের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের কবিগুরুর প্রতিকৃতি, পূর্ণায়াবব ও আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডা. অলক জলদাতা সেই সঙ্গে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক ব্রতী বিশ্বাস (দত্ত) সহ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি, প্রখ্যাত চিকিৎসক ও নাট্যব্যক্তিত্ব ডা. রামপ্রসাদ মণ্ডল, মথুরাপুর-১ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্ণব চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক কিংশুক ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট অতিথিরা। সেই সাথে এদিনের এই অনুষ্ঠানে প্রায় সাত শতাধিক একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ব্রতী বিশ্বাস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
আর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দক্ষতায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তুলতে এদিন রবীন্দ্রনৃত্য, আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীতে ভরে ওঠে অডিটোরিয়াম। আর স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বর্তমান শিক্ষা ব্যবস্থায় কবি গুরু রবীন্দ্রনাথের ভাবনা ও শিক্ষাদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। পরিশেষে,সাংসদ বাপি হালদারের উপস্থিতিতে ছাতিম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হয়, যা কবিগুরুর স্মরণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।