বিধায়ক তহবিলে সুকান্ত কলেজে নতুন ক্লাস রুম ও মাল্টিজিমের শিলান্যাস।

বিধায়ক তহবিলে সুকান্ত কলেজে নতুন ক্লাস রুম ও মাল্টিজিমের শিলান্যাস।

নুরসেলিম লস্কর, বাসন্তী : শিক্ষা পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল। বুধবার দুপুরে বাসন্তীর সুকান্ত কলেজে বিধায়ক এলাকার উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে ৩৭ লক্ষ টাকা বরাদ্দ  করে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন ক্লাস রুম নির্মাণ ও কলেজ চত্তরে ছাত্রছাত্রীদের শরীরচর্চা ও শারীরিক উন্নয়নে ৩.৫০ লক্ষ টাকা ব্যায়ে একটি আধুনিক মাল্টি জিম স্থাপনের শিলান্যাস করলেন তিনি।

    এদিন দুপুর বেলা ১২টায় কলেজের অধ্যক্ষ ডঃ ধ্রুব চরণ হোতা সহ কলেজের অন্যান্য অধ্যাপিকা ও অধ্যাপকদের উপস্থিতিতে এই দুই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে শিলান্যাস করেন বাসন্তীর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী শ্যামল মন্ডল ও কলেজ গভর্নর বডির অন্যতম দুই সদস্য শিক্ষক মুফাক্কার হোসেন মল্লিক ও ঐ কলেজের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সমাজসেবী মঞ্জুর ইলাহী গাজী। আর কলেজে এই দুটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনায় কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। আর এই প্রকল্প গুলির মাধ্যমে কলেজের ছাত্র-ছাত্রীরা যেমন উন্নত শিক্ষার পরিবেশ পাবে তেমনি মানসিক ও শারীরিক বিকাশেও নতুন দিশা খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ঠিক যেমন কলেজের অধ্যক্ষ জানান, " এই উদ্যোগ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের পথও প্রশস্ত করবে। " আর বিধায়কের এমন উন্নয়নমূলক কাজে খুশি হয়ে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও এই উদ্যোগ ঘিরে উৎসাহ ও সন্তোষের ছাপ দেখা যায়। প্রত্যাশা, ভবিষ্যতেও এরকম আরও জনমুখী প্রকল্পের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন ঘটবে। 

আর শিক্ষা খাতে বিধায়ক তহবিলের অর্থ ব্যয়ের নিদর্শন তৈরি করে বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা, ঝড়খালি, বাসন্তী, ক্যানিংয়ের মতো অঞ্চলের সাধারণ পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার একমাত্র ভরসা এই সুকান্ত কলেজ। আমি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে এসে বর্তমান ক্লাসরুম গুলির জরাজীর্ণ অবস্থা দেখে সিদ্ধান্ত নিই, যেকোনোভাবেই হোক, নতুন ক্লাসরুম নির্মাণ করতে হবে। সেই সময় দেখেছিলাম ক্লাসে বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে জল পড়ার দৃশ্য! যা আমাকে নাড়া দিয়েছিল। আজ সেই স্বপ্ন বাস্তবের পথে এগোচ্ছে।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “শুধু ক্লাসরুম নয়, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করে তুলতে আমার তহবিল ব্যায় করে একটি মাল্টিজিম স্থাপনেরও ব্যাবস্থা করে দিলাম সুন্দরবনের ছাত্রছাত্রীদের ভরসার একমাত্র ঠিকানা হয়ে উঠা এই সুকান্ত কলেজ।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন