ক্যানিংয়ে আয়োজিত ‘SIR’ আলোচনা সভা থেকে গর্জে উঠলো সংখ্যালঘু পরিষদ ।
নুরসেলিম লস্কর, ক্যানিং : দেশজুড়ে ‘SIR’ বিতর্কের আবহের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আয়োজিত হলো এক বিশেষ আলোচনা চক্র। রবিবার ক্যানিংয়ের মিঠাখালি বায়োকেমিক চিকিৎসালয়ে অনুষ্ঠিত এই সভায় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চল—ক্যানিং, বাসন্তী, গোসাবা সহ বারুইপুর শহর থেকেও বহু সাধারণ মানুষ উপস্থিত হন। সেই সঙ্গে এদিনের এই বিশেষ আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, সমাজকর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা। যেখানে সমাজের নানা সমস্যা এবং বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।একইসঙ্গে আয়োজক সংস্থার তরফে সমাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বিশিষ্ট চিকিৎসক ডা. লিয়াকত আলি লস্করকে এক বিশেষ স্বারক সম্মাননে সম্মানিত করেন।আর এদিনের এই আলোচনা চক্রে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অধিকর্তা নজরুল হক সিপাই, ফাদার স্যামুয়েল ঘোড়ুই, আইনজীবী হাফিজুল রহমান, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম এবং সংগঠনের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী ও শিক্ষক আবদুর রউফ সহ আরও বিশিষ্ট জনেরা।
আর এদিনের এই আলোচনা সভা থেকে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)-এর নামে নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে। প্রাক্তন শিক্ষা অধিকর্তা নজরুল হক সিপাই বলেন, “এর আগে বহুবার SIR হয়েছে, কিন্তু এভাবে এক নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করার নজির নেই। এবারের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” আইনজীবী হাফিজুর রহমান বলেন, “এনআরসি ও সিএএ বাস্তবায়ন করতে না পেরে সরকার এখন SIR-এর নামে সেই একই প্রক্রিয়া চালু করতে চাইছে। যে নথিপত্র তখন চাইছিল, আজও সেই একই কাগজপত্র চাইছে।”
আর এদিনের এই আলোচনা সভার আয়োজক সংগঠন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর জাহান আলি পুরকাইত বলেন, “সঠিক নিয়মে SIR হলে আমাদের আপত্তি নেই। কিন্তু যদি দেখা যায়, নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, তবে বৃহত্তর আন্দোলনে নামতে আমাদের সংগঠন পিছপা হবে না।”
আর এদিনের এই সম্পূর্ণ আলোচনা সভা সুষ্ঠ ভাবে সঞ্চালনা করেন একেএম গোলাম মর্তুজা। আর সভার পরিশেষে ক্যানিং-১ ব্লক কমিটি গঠন করা হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, SIR-সংক্রান্ত যেকোনো সমস্যায় সাধারণ মানুষকে সহায়তা করতে সবসময় তাঁদের কর্মীরা পাশে থাকবেন।