বড় পদক্ষেপ কেন্দ্রের! এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করল UIDAI, আপনার কার্ড সুরক্ষিত তো?

বড় পদক্ষেপ কেন্দ্রের! এক কোটিরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করল UIDAI, আপনার কার্ড সুরক্ষিত তো?

 সুন্দরবন টিভি নিউজ ডেক্স :  যে কোনও ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত জরুরি। সে সরকারি হোক বা বেসরকারি, বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই পরিচয়পত্রটির প্রয়োজন পড়ে সকলের। তবে সম্প্রতি আধার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে! কারণ, ইউআইডিএআই (UIDAI) ইতিমধ্যেই নিষ্ক্রিয় করে দিয়েছে এক কোটিরও বেশি আধার কার্ড সেই সঙ্গে আরও লক্ষাধিক কার্ড বাতিলের পথে!

     জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এই কার্ডগুলির মাধ্যমে ভবিষ্যতে আর কোনও রকম আর্থিক লেনদেন, KYC কিংবা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ, কার্যত এই কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এই কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র? কারণ অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। মৃত ব্যক্তিদের আধার নম্বর নিয়ে শুরু হয়েছে বিভিন্ন অনৈতিক কাজ। এই ধরনের অপব্যবহার রুখতেই UIDAI নিয়েছে এই বিশেষ উদ্যোগ। উল্লেখযোগ্যভাবে, কোনও পরিবারে সদস্যের মৃত্যু হলে, এখন থেকে 'My Aadhaar' পোর্টালে গিয়ে সেই তথ্য নথিভুক্ত করা যাবে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, আধার ডেটাবেস সর্বদা আপডেট রাখার জন্য বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ করে তথ্য যাচাই শুরু করেছে UIDAI। এরপরই ধাপে ধাপে নিষ্ক্রিয় করা হচ্ছে মৃতদের আধার নম্বর। আর সরকারি রিপোর্ট অনুযায়ী, দেশের ২৪টি রাজ্য ও একাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটাবেস থেকে ১ কোটি ৫৫ লক্ষ মৃত্যুর তথ্য মেলে। যাচাইয়ের পরই বাতিল করা হয়েছে ১ কোটি ১৭ লক্ষ আধার নম্বর। আরও ৬ লক্ষ ৭০ হাজার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি UIDAI আরও জানাচ্ছে, এমনও কিছু আধার কার্ড আছে, যাদের হোল্ডারদের বয়স ১০০ বছরের বেশি। তাঁরা আদৌ জীবিত কি না, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন